আসুন নিজে ধর্ষককে দর্শণ করি , অন্যকেও দর্শণ করার সুযোগ করে দিয়। ধর্ষকের রাজ্যে বাংলা টালমাটাল, পূর্ণিমার চাঁদ যেন ধর্ষকের হাতে।
বাংলাদেশ পুলিশ সদর দফতরের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৪ বছরে সারাদেশে ধর্ষণের শিকার হয় মোট ১২৯৭১ জন। এ সময়ে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৬৭ হাজার ২২৯টি। এছাড়া যৌতুক ও নানা কারণে স্বামীগৃহে নির্যাতনের শিকার হয়েছেন ২ হাজার ৫ জন নারী। তন্মধ্যে স্বামীগৃহে নির্যাতনের ফলে জীবন দিতে হয়েছে প্রায় দেড় সহস্রাধিক নারীকে। সর্বাধিক ৮৫৭টি ধর্ষণের ঘটনা ঢাকা মেট্রোপলিটন এলাকায় ঘটেছে। উল্লৈখ্য ২০১২ সালের ডিসেম্বর থেকে শুরু করে চলতি বছরের জুলাই পর্যন্ত অপরাধের চিত্র বাংলাদেশ পুলিশের ওয়েব সাইটে পাওয়া যায়নি।
পুলিশ সদর দফতরের অপরাধ পরিসংখ্যানে দেখা যায় ৪ বছরে ধর্ষণ হয়েছেন ১২৯৭১ জন ।
২০০৯ সালে ২ হাজার ৯৭৭ জন
২০১১ সালে ৩ হাজার ২৪৩ জন
২০১১ সালে ৩ হাজার ৩৪৪ জন
২০১২ সালে ৩ হাজার ৪০৭ জন (১১ মাসে)
সর্বমোট ধর্ষণ- ১২৯৭১ জন (৩ বছর ১১ মাসে)
নারী নির্যাতন ৬৭২২৯ জন
২০০৯ সালে ১২ হাজার ৯০৬টি
২০১০ সালে ১৬ হাজার ২১২টি
২০১১ সালে ২০ হাজার ৬৬ জন,
২০১২ সালে ১৮ হাজার ৪৫টি (১১ মাসে)
সর্বমোট নারী নির্যাতন – ৬৭২২৯ জন (৩ বছর ১১ মাসে)
ধর্ষণ ৩৫৬৩ (পত্রিকায় প্রকাশিত)
২০০৯ সালে ৪৫৬ জন।
২০১০ সালে ৫৫৯ জন
২০১১ সালে ৭১১ জন
২০১২ সালে ১৮৩৭ জন।
সর্বমোট- ৩৫৬৩ জন
উল্লেখ্য বেশিরভাগ যৌন হয়রানি ও ধর্ষণের ক্ষেত্রে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা দেখা গেছে। কুলাঙ্গার পরিমল কর্তৃক ভিকারুন নেসার ছাত্রী ধর্ষণের ঘটনায় দেশব্যাপী ব্যাপক প্রতিবাদের ঝড় ওঠে।
বিস্তারিতঃ
Click This Link