প্রায় একমাস আগে আমি সামুতে একটি নিক নিই।
আপনারা সবাই জানেন নিক নেওয়ার সাথে সাথেই মন্তব্য করা যায়না।
আমি মনে হয় একটু দেরিতেই মন্তব্য করার অনুমতি পেলাম।
যে লেখা গুলো আমাকে সামুতে আসক্ত করেছে সেই লিখা গুলোর লেখকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর তাগিদ থেকে এই পোস্ট।
সালাহ্ উদ্দিন শুভ্র
নির্বাচনে বামের না পারা-শেষ অংশ।
এই লেখার লেখক এবং নাস্তিকের ধর্মকথার আলোচনা গুলো বিশেষভাবে আমাকে আকর্ষিত করেছে।
তাছাড়া দেহজ, ইতিহাসের পিতারা , নদীর নাম ধর্ষিতা অসাধারন লেগেছে।
ব্লগার
ইমন জুবায়ের এর
লোরকার গান ও আর্তনাদ ...
কাতর করেছে আমায়
ব্রাত্য রাইসুর
ছফামৃত ৩ ।। নূরুল আনোয়ার
দিনমজুর এর
টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ
জাতীয় সম্পদ রক্ষার বোধকে নাড়া দেয়।
ভিন্ন চিন্তার
সমূদ্র বক্ষে তেল/গ্যাস অনুসন্ধান প্রক্রিয়ার ব্যয় সম্পর্কে প্রচলিত ধারণার কে স্বচ্ছ করার প্রয়াস।
শিরোনামই কথা বলে
ব্লগার
জীবলুর
জামাত শিবির এবং ইসলাম
লেখাটি ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন সহায়তে করে
মহসিন০৮ এর
বাংলা ই-বুকের সন্ধানে
প্রণব আচার্য্য'র
আমার নৈঃশব্দ্য আমার স্বপ্ন আর সাহসের নিকটতম প্রতিদ্বন্দ্বী
লেখাটি পড়েই আমার লিংক এ নামটি যুক্ত করি।
আইরিন সুলতানা র
অরসজ্ঞ লীলা
শব্দের ব্যবহার আমাকে মুগ্ধ করে।
হুসাইন আহমদ এর
‘জাতীয় শিক্ষানীতি ২০০৯ (চূড়ান্ত খসড়া)’ সম্পর্কে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর পর্যালোচনা
শিক্ষানীতি ২০০৯ নিয়ে গ্রহণযোগ্য একটি সমালোচনা বলে মনে হয়েছে আমার কাছে।
ব্লগার অপ্সরা 'র উপর একটু ক্ষোভ তৈরী হয়েছে এই জন্য যে ভেবেছিলাম পরবর্তীতে আরো কিছু লিংক পাবো কিন্তু পাইনি।তবুও ধন্যবাদ জানাই আমার অসম্ভব প্রিয় কিছু গানের লিংক পেয়ে যাওয়াই।
আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অ আ ক খ
নাহিদ মাহমুদ এর
একটা উন-মানুষ এর গল্প
ভালো লাগে।
মাহবুব মোর্শেদ এর
চে গুয়েভারা : শুধু আইকন নাকি একটা মতবাদ? লেখাটি পড়ে আমার পূর্বের ধারণাগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে।
মোতাব্বির কাগু'র
জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন?
পড়ে নতুন করে ভাবতে হয়।
ভেবে ভেবে বলি 'র
যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি...
আমার সংগ্রহকে আরো সমৃদ্ধ করে।
আনিকা'র
ঈশ্বরী
নাম সহ বক্তব্যটাও ভালো লাগে।
ফকির ইলিয়াস এর
সুনীল গঙ্গোপাধ্যায় এর একটি সাক্ষাতকার
ফাহমিদুল হক এর
"চলচ্চিত্র সমাজ পরিবর্তন করতে পারে না, কখনো করেও নি" -- সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার
নির্ঝর নৈঃশব্দ্য-২ এর
তিনি আরজ আলী, একজন আলো-আঁধারির পরিব্রাজক
অসাধারন একটি পোস্ট।
তাছাড়া শয়তান , রাতমজুর , লালসালু
, সবাক ,নুশেরা , ইন্ঞ্জিনিয়ার দের বেশ কিছু লেখা আছে এই তালিকায় এবং এই মূহুর্তে মনে না পড়া আরো অনেক ব্লগার আছেন যাদের নাম উল্লেখ করা হয়নি।
সর্বোপরি সকল ব্লগারদের (রাজাকার, আলবদর, আল শামসদের মতো অপব্লগার বাদে) কাছে কৃতজ্ঞতা।