After Earth (2013) ছবিটি Will Smith এর একটা অনাবদ্য সায়েন্স ফিকেশন। ভবিস্যতে আমাদের পৃথিবী কেমন হতে পারে তার একটা ধারনা দে্ওয়া হয়েছে। পুরো কাহিনীতে চরিত্র সংখ্যা সামান্য। বেশির ভাগই মাত্র দুই জনের । পুরো ছবিতে Will Smith (Cypher) আর তার ছেলে Jaden Smith (Kitai) এর পদচারনা। ছবিটিতে Jaden Smith (Kitai) দারুন অভিনয় করেছে।
মানুষের নতুন বসতি দিয়ে ছবিটি শুরু আর শেষ হয পৃথিবীকে দিয়ে। ছবিটির শুরতে কেটাই এর রেন্জার হ্ওয়ার বিফল চেষ্টা । ইউল ইস্মিথের ছেলেকে নিয়ে স্পেশিপে ঘুরতে যা্ওয় । মানে মিশনে যা্ওয়া আরকি।
বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে স্পেশিপের পতন হয় , অনেক বছর আগের পরিত্যাক্ত পৃথিবীতে। যে পৃথিবী মানুষের বসবাসের অনুপযু্ক্ত। ধ্বংস প্রাপ্ত স্পেসশিপে জীবিত থাকে কেবল বাবা আর ছেলে। বাবা একজন ন্যাসনাল হিরো আর ছেলে একজন শিক্ষার্থি। কিন্তু বাবা এখানে পঙ্গু। তার পা ভাঙ্গা। কাজ করতে অক্ষম। শুধু মাত্র কেটাই সম্পুর্ন সুস্থ।
শুরু হয় বেচে থাকার লড়াই। ছেলেকে পাঠায় , সাহায়্যের জন্য। যেটা পড়ে আছে মুল শিপ থেকে চার দিনের দুরত্বে। অল্প খাবার আর অপরিপক্ক কেটাই রওনা হয় বিপদজনক পৃথিবীতে। বসবাসের অনুপযুক্ত পৃথিবীতে শুরু হয় তার বেচে থাকার লড়াই।
ছবির বেশির ভাগ অংশই কেটাই এর একার অভিনয়। খুবই রিয়েল মনে হয় তার অভিনয়। ছবির শেষ পযন্ত না দেখলে বুঝতেই পারবেন না যে, Will Smith বাচবে কি না। ছবিটিতে বাবা আর ছেলের সেন্টিমেন্টাল লাড়াই, ছাড়া্ও পরিবারের প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটেছে।
নিসন্দেহে পরিবারের সবাইকে নিয়ে দেখার মত একটা ছবি। দারুন উপভগ্য ছবি। এক মুহুর্তে সময় শেষ হয়ে যাবে। এই লিংক থেকে ডাউনলোড করতে পারেন ।