
আজ আমি আপনাদের শিখাবো ফটোশপে কিভাবে উপরের ছবির মত করা যায়। (ঢেঁকিদের বাদে, নতুনদের)
প্রথমে আপনার পছন্দ মত একটি ছবি নিন। যেমন আমি নিয়েছি
এবার পেন টুল দিয়ে আমার মত করে সিলেক্ট (যে টুকু কালার থাকবে) করুন। পেন টুল বাদে লেসো টুল দিয়েও করতে পারেন ।

এবার Ctrl +J চেপে ডুপ্লিকেট লেয়ার তৈরি করুন।
এবার ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করে Shift+Ctrl+U চাপ দিন।

ব্যাস কাজ শেষ।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯