বিখ্যাত গবেষনা প্রতিষ্ঠান Numbeo এর "পৃথিবীর সব থেকে নিরাপদ শহর" গবেষনায় তুরস্কে আমরা যে শহরে বসবাস করি সেই Eskisehir, ৮ম স্থান দখল করে নিয়েছে। এর আগেও অন্য অনেক প্রতিষ্ঠানের গবেষনায়ও এস্কেশেহীর নিরাপদ শহরের বিষয়টি সামনে এসেছিল।
এই গবেষনা মতে তুরস্কের আনাতোলিয়া শহর ৬১, ইজমির ৭৪, আনকারা ৭৭ এবং ইস্তানবুল ২৬৩তম স্থানগুলো নিজেদের করে নিয়েছেন। তালিকায় ১ম স্থানে রয়েছে Abu Dabi ।
ছবিগুলো আমাদের এস্কেশেহীর থেকে তোলা।।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৯