
সুপ্রিয় ব্লগার ভাই ও বোনেরা, অত্যন্ত দুঃখের সাথে, ব্যথাভারাক্রান্ত হৃদয়ে আমি আজ আপনাদের জানাতে বাধ্য হচ্ছি যে... আজ ব্লগার ভেবে ভেবে বলির জন্মদিন!

ইনি এই ব্লগে নিতান্তই অর্বাচীন, টেনেটুনে মাস ছয়েক হলো জয়েন করেছেন। তাও লেখার বিশেষ হাতটাত নেই, বেশিরভাগ সময় কেবল ধুমাইয়া কমেন্ট করতে থাকেন। অনেক কমেন্ট করার পর কোনও একসময় বিরক্তি লাগলে “ধ্যাত্তেরি, আর কত?” বলে বাধ্য হয়ে নতুন পোস্ট দেয়ায় মনোনিবেশ করেন। তাও লিখতে গেলে খালি ঘুরেফিরে ‘লিয়াম নিসন- আমার জানের জান পরাণের আধখান’ এই টাইপ কথাই লিখতে থাকেন (লুলি আর কারে কয়!)।

তো আজকেও তিনি আর বিশেষ কিছু লিখতে পারছেন না, বেশি লিখলে পায়ে ব্যথা করে তো তাই।





জন্মদিন তেনার খুবই খারাপ কাটবে বলে মনে হচ্ছে, আসলে কালকে ঈদে বাড়ি যাবার ট্রেন ধরতে হবে কিনা! তা আপনারা একটু দোয়া-খায়ের কইরেন যাতে বেচারি জন্মদিবসেই মৃত্যুবরণ না করে শেষতক বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেন আর কি!

পরিশেষে তিনি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে ইচ্ছাপ্রকাশ করেছেন (ভাই/আপা, বড়ই দৌড়ের উপ্রে লেখা, (একদিকে আমি লিখছি আরেকদিকে মা আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে) কারও নাম বাদ গেলে নিজগুণে ক্ষমা কইরা দিয়েন, আর অতি অবশ্যই জায়গায় বইসা আওয়াজ দিয়েন, আমি অ্যাড কইরা নিমু)

সালাম... এবং অগ্রিম ঈদ মোবারক।

*********************************************************
সামু ব্লগকে নিয়ে একটি স্বরচিত কোবতে


হে সামু ব্লগ...
আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান
তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মুল্যের পরিমাণ।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৫