বিগত কয়েক বছর ধরে ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশগুলির মধ্যে পড়ে৷ এর কারণ, আঞ্চলিক ভারসাম্য রক্ষা, ডয়চে ভেলের সাক্ষাৎকারে বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন উপদেষ্টা অমিত কৌশিশ৷
স্টকহোল্মের আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠান সিপ্রি-র রিপোর্ট অনুযায়ী বিশ্বের দশটি বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশের মধ্যে পাঁচটিই এশিয়ায়: ভারত, চীন, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর৷ এই পাঁচটি দেশ মোট অস্ত্র আমদানির ৩০ শতাংশের জন্য দায়ী৷ তার মধ্যে ভারতের একাই ১৫ শতাংশ, অন্যান্যরা মিলিয়ে বাকি ১৫ শতাংশ৷
ডয়চে ভেলে: ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশগুলির মধ্যে একটি হয়ে দাঁড়াল কিভাবে?
অমিত কৌশিশ: ভারতের চীনের সঙ্গে একটি দীর্ঘ এবং বিতর্কিত সীমান্ত আছে৷ চীন ভারতের চেয়ে অর্থনৈতিক এবং সামরিক, উভয় বিচারেই বেশি শক্তিশালী৷ উভয় দেশের মধ্যে ১৯৬২ সালে একটি বড় আকারের সীমান্ত যুদ্ধ সংঘটিত হয়৷ অপরদিকে চীন পাকিস্তানের ‘‘সুখদুঃখের বন্ধু'', এবং পাকিস্তান ভারতের সঙ্গে অন্তত চারবার যুদ্ধে লিপ্ত হয়েছে: ১৯৪৭-৪৮, ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯ সালে৷
ভারতের অস্ত্র আমদানি
জার্মান প্রতিরক্ষামন্ত্রী উর্সুলা ফন ডেয়ার লাইয়েন তিন দিনের ভারত সফরে এসেছিলেন৷ এখন প্রশ্ন হলো: ভারত বছরের পর বছর ধরে অস্ত্র আমদানি করে চলেছে কেন, আর এর ফলে দক্ষিণ এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা বেড়েছে কিনা৷
http://www.dw.de
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৫ বিকাল ৩:৪৯