এই ধরণের সংবাদগুলি আমাকে সব সময়েই বড় বেশী আন্দোলিত করে। দেশের মানুষের উপর বিশ্বাস বাড়িয়ে দেয়, মনে হয় তাদের ভালো থাকার অদম্য ইচ্ছাই বাংলাদেশকে একদিন উন্নত দেশগুলির কাতারে নিয়ে যাবে। বলছি কাপাসিয়ার পোলট্রি চাষী আসাদুজ্জামান মানিকের কথা, যার সবুজ স্বপ্ন এখন আলো দেখাচ্ছে আলোবিহীন অনেক কৃষক পরিবারকে। যার কথা পড়ছিলাম রিনিউয়েবল এনার্জির ব্যাপারে বিশ্বের প্রধান সাইটের একটি http://www.checkbiotech.org এ।
আসাদুজ্জামান যিনি তার পোল্ট্রি ব্যবসা বিদ্যুতের ব্যবহার ছাড়া চালাতে দিনের পর দিন সংগ্রাম করেছেন। বারবার ধরণা দিয়েছেন বিদ্যুত কর্তৃপক্ষের কাছে তার মত চাষীদের জন্য বিদ্যুত সরবরাহ ব্যবস্থা করার জন্য। অরণ্যে রোদন হয়েছে আর কোন কাজ হয়নি। তারপর একদিন নিজেই উদ্যোগী হলেন। আজ তিনি নিজের মেধা আর প্রচেষ্টার জোরে স্থাপন করেছেন দেশের প্রথম বায়োমাস বিদ্যুত কেন্দ্র ড্রীমসপাওয়ার যার বিদ্যুত উৎপাদন ক্ষমতা ২৫০ কিলোওয়াট।
এই কাজে আসাদুজ্জামান পাশে পেয়েছেন রাস্ট্রীয় প্রতিষ্ঠান Infrastructure Development Company Ltd. (IDCOL), ওয়ার্ল্ড ব্যাংক এবং Global Environmental Facility কে। ড্রীমসপাওয়ার প্রকল্পের আড়াই কোটি টাকার মধ্যে ৬০ শতাংশের যোগান দিয়েছে বিশ্ব ব্যাংক। একটি চিন্তার, একটি উদ্যোগের, একটি স্বপ্নের বাস্তবে রূপ দিয়েছেন আসাদুজ্জামান তার ড্রীমসপাওয়ার এর মাধ্যমে। এখন তিনি তার প্রতিবেশী কৃষকদের স্বপ্ন দেখার ক্ষমতাকে বিস্তৃত করতে চান।
এর মধ্যেই ৫০০ কৃষকের বাড়ি এবং বানিজ্যিক কেন্দ্রে বিদ্যুত সরবরহা দেয়া হয়েছে বিদ্যুত সুবিধাহীন প্রত্যন্ত কাপাসিয়ায় । এই বিদ্যুত এর জন্য কৃষকদের কাছ থেকে নেয়া হচ্ছে নামমাত্র মুল্য, তাদের তিনি উতসাহ দিচ্ছেন তাদের স্বপ্নের আর সামর্থ্যের বিস্তৃতির জন্য । আরো ২৫০০ জন সুবিধা পাবেন কয়েক সপ্তাহের মধ্যে।
এখন বিশ্বব্যাংক এবং পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ আসাদুজ্জামানের প্রজেক্টের সফলতাকে সারা দেশে ছড়িয়ে দেবার জন্য একটা পাইলট প্রজেক্ট হাতে নিয়েছেন। বায়োগ্যাস ভিত্তিক পরিবেশবান্ধব এই বিদ্যুত উৎপাদন ব্যবস্থা বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতির জন্য আদর্শ । এর মাধ্যমে স্বয়ংক্রিয় বিদ্যুত কেন্দ্র গড়ে তোলা সম্ভব যার আওতায় আনা সিংহভাগ গ্রামীন অর্থনীতিকে, কয়েক কোটি মানুষকে।
জানিনা পল্লী বিদ্যুত কতদুর এগিয়ে নিয়ে যাবে একজন কৃষকের স্বপ্নকে, তবে আসাদুজ্জামান তার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন ড্রীমসপাওয়ার এর মাধ্যমে । এখন দেশের বিভিন্ন স্থানে আরো কিছু আসাদুজ্জামানের দরকার যারাও স্বপ্ন দেখতে জানেন, একজন সরল কৃষকের স্বপ্ন। দেশের উন্নয়নের জন্য এইরকম স্বপ্ন দেখা মানুষগুলোর বড় দরকার ।
জয়তু আসাদুজ্জামান। সশ্রদ্ধ অভিনন্দন।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:১১