টাইম এর এই ঐতিহাসিক প্রতিবেদনটিতে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের প্রেক্ষাপট, বাঙালীর আবেগ আর দেশের প্রতি ভালবাসাকে খুব চমত্কারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে যুদ্ধবিধ্বস্ত একটি দেশের সামনের অনিশ্চিত এবং কঠিন সময়ের উপরও আলোকপাত করা হয়েছে । বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা এবং পাকিস্তানের পরাজয়ের কারণসমূহ।
অনেক অনিশ্চয়তা আর কঠিন বাস্তবতার দোলাচলেও টাইম ম্যাগাজিন এর এই কটি লাইন নতুন জন্ম নেয়া একটি দেশের আবেগকে প্রকাশ করার জন্য যথেষ্ট..
And so at week's end the streams of refugees who walked so long and so far to get to India began making the long journey back home to pick up the threads of their lives. For some, there were happy reunions with relatives and friends, for others tears and the bitter sense of loss for those who will never return. But there were new homes to be raised, new shrines to be built, and a new nation to be formed. The land was there too, lush and green.
স্বাধীনতার এই অমূল্য আরেকটি দলিলটি পড়ার জন্য লিংক
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৩