চার্টার্ট এ্যাকাউন্ট্যান্ট মোক্তার বাবুল হেলেদুলে বসের সামনে গিয়ে বসলেন। বস ফাইলে ব্যস্ত। মোক্তার বাবুল কাঁচুমাচু স্বরে ডাকলেন:
স্যার!
হুমম!
আমার ভাই স্ট্রোক করেছে...
অ!
ভাইস্তি ফোন দিছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে এ্যাম্বুল্লেন্সে করে...
অ!
বস ফাইল থেকে মুখ তুলেন না। এক মিনিট বসে থেকে মোক্তার বাবুল আর কিছু না বলে বসের সামনে থেকে উঠে পড়লেন, হেলেদুলে এসে নিজের চেয়ারে বসলেন। জোরে একটা শ্বাস টেনে শব্দ করে ছেড়ে দিলেন। এমনই সেই অভিশপ্ত দীর্ঘশ্বাস যে, নাক বরাবর থাকা কম্পিউটারের কীবোর্ডটাও কেঁপে ওঠে।
কিছুক্ষণ চুপ করে থেকে মোক্তার বাবুল মোবাইল ফোনটা তুলে নেন হাতে। একটা একটা করে এগারোটা ডিজিট চেপে ফোনটা কানের কাছে ধরেন..... হ্যালো! টপটেন টেইলার্স? আমার স্যুটটা হয়েছে?