দশ জন নারী প্রতি বৃহ:স্পতিবার সকালে নিজেদের কারো না কারো বাড়িতে কফি খেতে খেতে আড্ডা দিতেন। তাঁদের শহরটির নাম ছিল হানটিংডন। শহরের নামানুসারে তাদের বলা হত হানটিংডনের নারী।
একদিন ডায়ানা নামের পঁচাত্তর কেজির এক মা পরামর্শ্ দিল, “আগামি সপ্তাহে আমাদের এই আড্ডাটা কি তুরস্কের কোনো সৈকতে হতে পারে না।”
অার সবার মত সান্দ্রাও ভাবল এটা একটা কথার কথা।“আগামি সপ্তাহে আড্ডা আমার বাসায় হওয়ার কথা” – বলল সে।
ডায়ানা কটাক্ষের দৃষ্টিতে তাকাল তার দিকে।
পরের সপ্তাহে এই দলের তিন জন ক্লুডেনিজ এলাকার কাছাকাছি একটা সৈকতে বসে আপেল চায়ে চুমুক দিচ্ছিল আর পাঁচ জন সান্দ্রা’র বাড়িতে কফির আড্ডায় যোগ দিল। বাকি দু’জন সকাল বেলা কফি খেতে কোথাও গেল-ই না।
*******
নোট: এটি ইংরেজীতে এক শ শব্দে লিখিত একটি অণুগল্প। প্রকাশিত হয়েছে বিখ্যাত Reader’s digest ম্যগাজিন এর অক্টোবর 2014 সংখ্যায়। সেখান থেকে অনুবাদ করে দিলাম। অনুবাদ এক শ’ শব্দে সীমিত রাখার কোনো চেষ্টা করি নি অবশ্য।
মূল গল্পটি নিচে তুলে দিলাম। মূল গল্পে কোনো নাম ছিল না......
*******
Ten women always met on Thursday mornings at each other’s houses. They drank coffee and gossiped. It was called “The Huntingdon Ladies” after the town “Huntingdon” where it all happened.
One day, Diana- a 75kg mother made a “suggestion”. “Next week, let’s all meet in a lagoon in Turkey.”
Everyone thought this was a hoot. Apart from Sandra. “Next Thursday’s supposed to be at my house.
Diana squinted at her.
The following week, three women sipped appletea in a lagoon near Ölüdeniz, five women went for coffee at Sandra’s and two women did not even attend a coffee morning
********
Note: This 100 word story is written by Tim Key who is an award-winning British writer, actor and performance poet.
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭