ঘুম ভেঙেই দেখেন বৃষ্টি হচ্ছে, আপনি মনের অজান্তেই গাইছেন...
“ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না...... বা,
“পাগলা হাওয়ার বাদল দিনে...
কেউ আবার গাইবে “আমি বৃষ্টির কাছ থেকে কাদঁতে শিখেছি...
কিন্তু অনেকের যে এই বৃষ্টির ফলে ঘুমই হয়নি সে কি ভাবছে তা কি আপনি ভেবেছেন!! তারা হয়ত আল্লাহর কাছে হাজার বার চাইছেন আল্লাহ বৃষ্টিটা তুমি কমিয়ে দাও।
আপনি বৃষ্টি পেয়ে আনন্দের সহিত বাসায় ভূনা খীচুড়ি পাক করে খাচ্ছেন, খাওয়া আপনার ইচ্ছে, আপনার সাধ্য অনুযায়ী আপনি খাচ্ছেন কিন্তু এমন অনেকেই আছেন এ কয়েকদিন খাবার পাচ্ছেনই না। আর তাই তারা কাতরাচ্ছেন ক্ষুদার জ্বালায়...
আপনি আর আমি বৃষ্টি পেয়ে মহা আনন্দিত হয়ে দ্রুত অফিস শেষ করে বাসায় গিয়ে একটা মুভি বা নাটক দেখে এক ঘুম... একবার রাস্তার দিকে তাকিয়ে দেখুন কিছু মানুষ এখনো রিক্সা চালাচ্ছে, কিছু মানুষ খুঁজে চলছে নিজের ঘুমের যায়গাটা।
আপনি কি দেখেন নি ! আপনি কি বুঝেন নি ! যে রিক্সা চালকের রিক্সায় চড়ে বাসায় আসলেন একবার ভেবে দেখেছিলেন তার বয়স কত হবে? আপনি সামান্য ভিজলে জ্বর আসবে বলে এত চিন্তায় আপনি কিন্তু সেই মানুষটা ভিজে ভিজেই আপনায় পৌছে দিল আপনার ঠিকানায়... একবার জিজ্ঞেস করেই দেখুন সেই বৃদ্ধা লোকটাকে যে,
আজ কিছু খেয়েছেন?
আজ ঘুম হয়েছে কি?
শুকনো জামা আপনার আছে কি? এসব জিজ্ঞাসায় আর নিজের একটা পুরাতন জামা দিতে বেশী ধনী হওয়া লাগেনা। লাগে একটা মানসিকতার মাত্র।
গতকাল যখন আমার বাসার বন্ধ গেইট ফাঁকি দিয়ে কুকুরটা বাসায় ভীতরের সিঁড়িতে এসে বিশ্রাম নিচ্ছিল ঠিক তখন আমি কোথাও যাচ্ছি ভালকিছু খেতে। ভাবনায় পড়ল একটা কুকুর এই সমস্যায় পড়লে খোলা আকাশের নীচে ঘুমানো মানুষের কি অবস্থা? তারা আজ কোথায় ঘুমায়? তাদের দিন যাচ্ছে কিভাবে এই অতি বৃষ্টির ফলে !!
তাই এই বৃষ্টি আপনার আর আমার জন্য রোমান্সের হলেও কারো জন্য গযবের। আর আমরাই পারি সেখান থেকে নিজের সাধ্যমত কাউকে না কাউকে সাহায্য করতে। নিজের কাছে দেখা মানুষকেই করুন আর তা যেন অন্যহাত না জানে। তবেই হয়ত মানুষ হবার শ্রেণীকক্ষে নিজেকে ছাত্র হিসেবে গণনায় পাব। হয়ত ইহাই হবে আমার মুক্তির পয়সালা। আসুন না একবার এ কাজ করেই দেখি তৃপ্তির ঢেকরটা কতটুকু তৃপ্তকরে মনটাকে...
জয় হোক মানবতার...
জয় হোক মানসিকতার...
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৯