

ব্রিটেইন ও স্পেইনের পরে এখন ঈশ্বরের অস্তিত্ব-বিরোধী বাস-প্রচারাভিযান শুরুর প্রস্তুতি চলছে জার্মানীতে। প্রস্তুতি অব্যাহত থাকলে চলতি বছরের শেষ নাগাদ বার্লিন, মিউনিখ বা কলৌনের রাস্তায় ঈশ্বরের অস্তিত্ব-বিরোধী স্লৌগান সম্বলিত বাস চলতে দেখা যেতে পারে বলে জানা গেছে। উদ্যোক্তারা জানিয়েছেন, তারা এখন প্রয়োজনীয় তহবিল উত্তোলনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জানা যাচ্ছে, জার্মানীর উদ্যোক্তারা বর্তমানে কমপক্ষে সাতটি বাসের গায়ে ঈশ্বরের অস্তিত্ব-বিরোধী বক্তব্য-যুক্ত বিজ্ঞাপন প্রচারের জন্য প্রয়োজনীয় খরচ উত্তোলনের চেষ্টা করছেন। তহবিল গঠনের লক্ষ্যে তৈরী করা ওয়েবসাইটটিতে বেশ কতগুলো স্লৌগান দেয়া আছে। ওয়েবসাইটটি পরিদর্শনকারীরা এক বা একের অধিক ইউরো অনুদান দেয়ার মাধ্যমে তাদের পছন্দের স্লৌগানটির কথা উদ্যোক্তাদের জানিয়ে রাখতে পারবেন। অন্যতম উদ্যোক্তা ফিলিপ মোলার বৃহস্পতিবার দার স্পাইগেল পত্রিকাকে জানিয়েছেন, তহবিল যোগানের আবেদন জানানোর চার দিনের মধ্যেই সাড়ে তিন হাজার ইউরৌ সংগ্রহ করা হয়েছে। মোলার জানিয়েছেন, বাসের গায়ে বিজ্ঞাপন লাগানোর জন্য তাদের প্রয়োজন আরও ১৬ হাজার ইউরৌ।
ছয় উদ্যোক্তার অন্যতম মোলার জানান, তারা কোনো ধরণের মিশনারীর ভূমিকাতে অবতীর্ণ হননি। তিনি বলেন, 'আমরা শুধু মানুষ-জনকে অবহিত করতে চাই যে, একটি আলোকায়িত সমাজে কোনো ধরণের শাস্তি-গ্রহণ করা ছাড়াই আপনি এমন একটি [ঈশ্বরের অস্তিত্বহীনতা] বার্তা প্রচার করতে পারেন।' উল্লেখ্য, জার্মানীতে বিপুল সংখ্যক মানুষ কোনো ধর্মের সাথে সংশ্লিষ্টতা রাখেন না এবং ঈশ্বরের বিশ্বাস করেন না। ২০০৫ সালে পরিচালিত এক জরীপে ২২ শতাংশ জার্মান (...বাকিটুক পড়তে....)
ইউকেবেঙ্গলীর সৌজন্যে