আমার সব আক্ষেপ নিজের ওপরেই
কেন যে পারিনা তোমার জানালায় ছুঁটে যেতে
তোমাকে দিগন্তে পাখির মতো ছেড়ে দিতে
তারপর মিশে যেতে বাহামা’র সফেদ বালুতে।
কেন যে পারিনা ভন্ডদের রুখে দিতে
গোপন ক্যামেরায় স্টিং অপারেশন শেষে
দালাল আর চোরদের সুয়ারেজ ট্যাংকে নামিয়ে
স্বৈরাচারের মুখের ভেতর
পারমানবিক বোমার বোতাম টিপে দিতে।
কারণ, আমি জানি, আমি ভীষণ একা
ডাকাতদের দল আছে, আমার নেই
এলিটদের ক্লাব আছে, আমার নেই
মিলিটারি, ট্যাঙ্ক, বন্দুক, কামান নেই
তবু ফেলে আসা স্বপ্নদের আবার দেখতে পাই:
হয়তবা তারা একদিন, ছোট ছোট বাতাসের মতো
এক হয়ে প্রবল একটা ঘূর্ণিঝড় হবে।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২০ দুপুর ১:১৪