মায়ামি সৈকত থেকে সোজা যে রাস্তাটা
চলে গেছে টেনিসি’র পাহাড়ের দিকে
আলাবামা'র জঙ্গল চিরে দীর্ঘ হাইওয়ে।
লম্বা পাইনের পাতায় রোদের লুকোচুরি:
দৃষ্টি ছুয়ে যাওয়া সৌন্দর্য্য চুমু দিয়ে বলে,
বার বার ফিরো এসো এই নির্জন কান্তারে।
এই উপত্যকায় আবার কবে আসা হবে!
নির্জনতার ডাক কত গভীর বলো?
মানুষ কোথায় বার বার ফিরে যায়?
শৈশবে, যৌবনে কিংবা প্রেমের স্মৃতিচারণ
ভেবে দেখো স্বপ্নরা কোথায় নিয়ে যায়
কোন ইবাদতে মশগুল হতে চায় মন?
ন্যাশনাল পার্ক থেকে বের হয়ে
প্রাচীন গুহার দিকে হেঁটে যাই,
পাহাড়ী জলের স্রোত একেবেঁকে
ঝিরিঝিরি সঙ্গীতের সুর তুলে বলে;
গুনগুন করে যাও সারাদিন।
দৃষ্টির পেছনে যে নিপুন চিত্র আঁকা হয়
সেই ছবি চোখ ছুঁয়ে বলে;
বাঁধিয়ে দিয়েছি ফ্র্রেম এখানেই।
তবু চোখ শুধু খোঁজে মিল আর মিল
আমেরিকার প্রান্তরে আমার গ্রাম খুঁজি,
ঝাপসা চোখে তাকাই, দূর পাহাড়ের সারি।
লোগান মার্টিন লেকের ঘাস যেন
সুরভী নদীর মসৃন কোন পাড়,
যেখানে নিশ্চিতে গড়াগড়ি দিতে পারি।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪২