তিনি নবী করীম (ছঃ) কে বলতে শুনেছেনঃযে ব্যক্তি যালিমকে যালিম বলে জানা সত্ত্বেও তাকে শক্তিশালী করার উদ্দেশ্যে অগ্রসর হবে ,সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে।(বায়হাকী)
সুতরাং সে ব্যক্তিও মারতুদ।
নবী করিম (সাঃ )ইরশাদ করেছেন,সাবধান তোমরা যুলুম করবেনা।সাবধান! সন্তুষ্টি মনে এযাযত দান ব্যতীত কারো মাল কারো জন্যে হালাল হবেনা।(বায়হাকী)
আমাদের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানীরা যুলুম করেছিল জন্য তারা পরাজিত হয়েছিল।তারা মারতুদ ছিল এছাড়া আল্লাহর চাদর যে অহংকার তা নিয়ে টানাটানি করেছিল।
তাদের কে ভুলিয়ে রেখেঠছিল গর্বিত হওয়া।
কেননা শেখ মুজিবুর রহমান কে ক্ষমতায় বসতে দিলে আজ আমরা আরও শক্তিশালী হতে পারতাম।বাঙালি বলে তুচ্ছ করে অহংকার করে প্রেসিডেন্ট হতে না দেয়ায় আসলে যুদ্ধ বাধে।ফলশ্রুতিতে দেশ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাদের জুলুমের প্রতিরোধ করে, একসময় দেশ স্বাধীন হয়।তবে এটাও ঠিক যে দেশপ্রেম পূর্বে নয় ইসলাম পূর্বে।কারন বাঙালিরা যারা মুক্তিযোদ্ধা তারা একই ভাবে ভাগাভাগি হয়ে যালীমের মত যে সকল কাজ করছে ও বৈষম্য করছে তা চলতে থাকলে আবার কোন যুদ্ধই জন্ম নিবে।তবে সবকিছুর পূর্বে ধর্মযুদ্ধ,আর তা অবশ্যই ইসলামের জন্য যুদ্ধ।ইসলামই মহান।যারা আল্লাহর জন্য যুদ্ধ করে তাদের আল্লাহ শত শত দেশ প্রদান করেন। ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা সবকিছু পায়। তখন হয় দেশপ্রেম ঈমাণের অঙ্গ ,তবে ইসলাম প্রতিষ্ঠার পূর্বে নয়।তাই ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করুন।আমার সাথে আসুন।