মহান পথের
মোঃমেহেদীহাসান মেহেদী
ক্লান্ত হতাস উদাস হয়ে,
বসে মাঝেই ভাবছি আমি।
এত বড় মহান পথের ,
শেষ হবে কী কষ্ট কোন?
কবে হবে প্রাণের মেলা !
দেখব মানুষ ঝাঁকে ঝাঁকে,
কবে হবে কোন সে যুগে,
সকল মানুষ মিলন মেলা।
আসবে কী হায় আমার কথায়?
কষ্ট পথের পথিক হয়ে,
ভুলবে কী সব কষ্ট গুলো,
শ্রান্তি সাগর হৃদয় মাঝের।
জাগবে কী আর নব বিশ্বাস,
আখিরাত ঐ সামনে যেন!
এল বলেঐ কিয়ামত।
ভাবছি আমি কথা গুলো,
দায়িত্ব গুলো সেই তো দিল;
যে গড়েছে দিয়েছে আমায়,
রুহ নিশ্বাস খাবার গুলো।
অন্তরে তাই জাগছে পুলক!
আসমান মহা আন্দধামে,
ফেরেশতা সব বিজয় বাঁশি,
দিচ্ছে সেথায় জনে জনে।
ছড়ার সুরে
মোঃমেহেদীহাসান মেহেদী
শোন পিচ্চি ভন্ড বল,
তুমিও ওদের দলের শোন।
না নবী না অল্লাহ মান,
না রাসূলের কথা মান।
বল আবার আড়াল হয়ে
কী হবে নবী রাসূল শুনে,
বেশ তো আছি সবাই মরে
চলব আমি ইচ্ছামত।
শিখব চুরি অইন ধরে।
বলব ভন্ড যে শুনাবে,
দীনের পথের পথিক হয়ে।
ইসলামের দ্যুতি হয়ে,
বলব যে সব ছড়ার সুরে।
বিরুদ্ধে তার চালাক হয়ে।
পাব আমি নেংটা হতে
বা যাবঐ অনুষ্ঠানে,
বেহিয়া এক নষ্টা আমি
দিব মেহেদীক তুচ্ছ বলে।
অভিশপ্ত হনুমান হয়ে।
নবীর কথার মানুষ আমি,
বলে আল্লাহ কুরআন পরেও।
তুমি কিয়াম আলাম হয়ে,
দাঁড়িয়ে আছ সাক্ষী হয়ে ।
বলেছিল শেষ নবী
দায়িত্ব দিই জনে জনে,
ইমাম মেহেদীএলে পরে
সাহায্য কর সঙ্গগুনে।
দিও সকল উজাড় করে।
কোথায় তার কথার মানা,
কোথায় মুসলিম বিশ্ব ঘুরে?
বলছি যে আজ জনে জনে,
সৃষ্টিকর্তার হুকুম বলে।
চলছি আমি একাই যেন
তবুও আছে বহু জনে,
সব মুসলিম তবুও কেন
নিশ্চুপ আজ ফিতনা গুনে।
আলোচিত ব্লগ
আরো একটি সফলতা যুক্ত হোলো আধা নোবেল জয়ীর একাউন্টে‼️

সেদিন প্রথম আলো-র সম্পাদক বলেছিলেন—
“আজ শেখ হাসিনা পালিয়েছে, প্রথম আলো এখনো আছে।”
একজন সাধারণ নাগরিক হিসেবে আজ আমি পাল্টা প্রশ্ন রাখতে চাই—
প্রথম আলোর সম্পাদক সাহেব, আপনারা কি সত্যিই আছেন?
যেদিন... ...বাকিটুকু পড়ুন
হামলা ভাংচুর অগ্নিসংযোগ নয়, আমরা শান্তি চাই
হামলা ভাংচুর অগ্নিসংযোগ নয়, আমরা শান্তি চাই

হামলা ভাংচুর অগ্নিসংযোগ প্রতিবাদের ভাষা নয় কখনোই
আমরা এসব আর দেখতে চাই না কোনভাবেই
আততায়ীর বুলেট কেড়ে নিয়েছে আমাদের হাদিকে
হাদিকে ফিরে পাব না... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতার নামে মব সন্ত্রাস

ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ধর্মের নাম ব্যবহার করে সংঘটিত দলবদ্ধ সহিংসতার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে তৌহিদি জনতা পরিচয়ে সংঘবদ্ধ হয়ে... ...বাকিটুকু পড়ুন
মুখ গুজে রাখা সুশীল সমাজের তরে ,,,,,,,,

দুর্যোগ যখন নামে আকাশে বাতাশে আগুনের ধোঁয়া জমে
রাস্তা জুড়ে কখনো নীরবতা কখনো উত্তাল প্রতিবাদের ঢেউ
এই শহরের শিক্ষিত হৃদয়গুলো কি তখনও নিশ্চুপ থাকে
নাকি জ্বলে ওঠে তাদের চোখের ভেতর নাগরিক বজ্র
কেউ কেও... ...বাকিটুকু পড়ুন
নজরুল পরিবারের প্রশ্ন: উগ্রবাদী হাদির কবর নজরুলের পাশে কেন?

প্রায় অর্ধশতাব্দী আগে কাজী নজরুল ইসলামের দেহ সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ সেখানেই দাফন করা হল ভারতবিদ্বেষী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।