মহান পথের
মোঃমেহেদীহাসান মেহেদী
ক্লান্ত হতাস উদাস হয়ে,
বসে মাঝেই ভাবছি আমি।
এত বড় মহান পথের ,
শেষ হবে কী কষ্ট কোন?
কবে হবে প্রাণের মেলা !
দেখব মানুষ ঝাঁকে ঝাঁকে,
কবে হবে কোন সে যুগে,
সকল মানুষ মিলন মেলা।
আসবে কী হায় আমার কথায়?
কষ্ট পথের পথিক হয়ে,
ভুলবে কী সব কষ্ট গুলো,
শ্রান্তি সাগর হৃদয় মাঝের।
জাগবে কী আর নব বিশ্বাস,
আখিরাত ঐ সামনে যেন!
এল বলেঐ কিয়ামত।
ভাবছি আমি কথা গুলো,
দায়িত্ব গুলো সেই তো দিল;
যে গড়েছে দিয়েছে আমায়,
রুহ নিশ্বাস খাবার গুলো।
অন্তরে তাই জাগছে পুলক!
আসমান মহা আন্দধামে,
ফেরেশতা সব বিজয় বাঁশি,
দিচ্ছে সেথায় জনে জনে।
ছড়ার সুরে
মোঃমেহেদীহাসান মেহেদী
শোন পিচ্চি ভন্ড বল,
তুমিও ওদের দলের শোন।
না নবী না অল্লাহ মান,
না রাসূলের কথা মান।
বল আবার আড়াল হয়ে
কী হবে নবী রাসূল শুনে,
বেশ তো আছি সবাই মরে
চলব আমি ইচ্ছামত।
শিখব চুরি অইন ধরে।
বলব ভন্ড যে শুনাবে,
দীনের পথের পথিক হয়ে।
ইসলামের দ্যুতি হয়ে,
বলব যে সব ছড়ার সুরে।
বিরুদ্ধে তার চালাক হয়ে।
পাব আমি নেংটা হতে
বা যাবঐ অনুষ্ঠানে,
বেহিয়া এক নষ্টা আমি
দিব মেহেদীক তুচ্ছ বলে।
অভিশপ্ত হনুমান হয়ে।
নবীর কথার মানুষ আমি,
বলে আল্লাহ কুরআন পরেও।
তুমি কিয়াম আলাম হয়ে,
দাঁড়িয়ে আছ সাক্ষী হয়ে ।
বলেছিল শেষ নবী
দায়িত্ব দিই জনে জনে,
ইমাম মেহেদীএলে পরে
সাহায্য কর সঙ্গগুনে।
দিও সকল উজাড় করে।
কোথায় তার কথার মানা,
কোথায় মুসলিম বিশ্ব ঘুরে?
বলছি যে আজ জনে জনে,
সৃষ্টিকর্তার হুকুম বলে।
চলছি আমি একাই যেন
তবুও আছে বহু জনে,
সব মুসলিম তবুও কেন
নিশ্চুপ আজ ফিতনা গুনে।
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন