দাঁত ফুকলি
মোঃমেহেদী হাসান মেহেদী
আমার দাঁতে পুকা ধরা,
তোমার দাঁতে কী?
কি সুন্দর চক চক চক
ছোট্ট মামনি।
ভারী সুন্দর আমার দাঁত
সে যে বলেছে,
তই বুঝি আমার আজ
ভাল লেগেছে।
ওমা একটা সুন্দর দাঁত
কেমন পড়ে গেল
দাঁত ফুকলি এখন আমি
কোথায় মুখ দেখাব
দেখ ভইয়া আমার দাঁত
পড়ে গেছে তাই,
কী ভাবে যে লাগাব আমি,
ভাবছি এখন তাই।
দাঁত পড়েছে রাগ করেনা
দুঃখ করেনা,
ইদুর গর্তে গিয়ে ফেলো
দেরী করেনা।
তাহলে যে দাঁত হবে
খাসা ইদুরের মত,
কুট কুট কুট তুমিও যে
দাঁতে কেটে দিও।
সেই পিচ্চিং
মোঃমেহেদীহাসান মেহেদী
এসেছি তাই, সব পিচ্চ মিলে,
ঘিরে বসে গেল
সব পড়া ছেড়ে।
বসে গেল কেউ বা কোলের পরে,
শুরু হয়ে গেল-
কী সন্ধান!
বুদ্ধি বিকাশের দারুন প্রাণ!
বলল কবিতা কেউ মোবইলে,
কেউ বা খেলে গেম ,
মোবইল দিয়ে।
কেউ বা নিল ঘড়ি,
কেউ টুপি খুলে।
সাব্বাস পিচ্চরা, ওহ কী দারুন!
আগ্রহে সবগুলো মহাসমীরণ।
বলে কথা সব
সব মজা করে,
উঠে সেই পিচ্চং
ঘাড় বেয়ে বেয়ে।
ধরে চুল জোরে সে
যদি পড়ে যায়,
নাম তার তাসনীম
তুলনা যে নাই।
গোসল করে
মোঃমেহেদীহাসান মেহেদী
মাথা চুবিয়ে নাও,
গোসল করে সাফ হয়ে ,
তুমিও রেডী হও।
তাড়াতাড়ি করঃ
হুম বুদ বুদ
উঠালাম আমি মাথা,
বালতির ভিতর সোজা হয়ে
ডুব দিলাম আবা।
আসব রেডী হয়ে
পানি শুয়ে শুয়ে,
আমি গোসল করে।
বোল বোল বোল
কান করেছি ঢোল,
শুনব আমি পরে
পরে নিই আগে।
আলোচিত ব্লগ
আরো একটি সফলতা যুক্ত হোলো আধা নোবেল জয়ীর একাউন্টে‼️

সেদিন প্রথম আলো-র সম্পাদক বলেছিলেন—
“আজ শেখ হাসিনা পালিয়েছে, প্রথম আলো এখনো আছে।”
একজন সাধারণ নাগরিক হিসেবে আজ আমি পাল্টা প্রশ্ন রাখতে চাই—
প্রথম আলোর সম্পাদক সাহেব, আপনারা কি সত্যিই আছেন?
যেদিন... ...বাকিটুকু পড়ুন
হামলা ভাংচুর অগ্নিসংযোগ নয়, আমরা শান্তি চাই
হামলা ভাংচুর অগ্নিসংযোগ নয়, আমরা শান্তি চাই

হামলা ভাংচুর অগ্নিসংযোগ প্রতিবাদের ভাষা নয় কখনোই
আমরা এসব আর দেখতে চাই না কোনভাবেই
আততায়ীর বুলেট কেড়ে নিয়েছে আমাদের হাদিকে
হাদিকে ফিরে পাব না... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতার নামে মব সন্ত্রাস

ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ধর্মের নাম ব্যবহার করে সংঘটিত দলবদ্ধ সহিংসতার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে তৌহিদি জনতা পরিচয়ে সংঘবদ্ধ হয়ে... ...বাকিটুকু পড়ুন
মুখ গুজে রাখা সুশীল সমাজের তরে ,,,,,,,,

দুর্যোগ যখন নামে আকাশে বাতাশে আগুনের ধোঁয়া জমে
রাস্তা জুড়ে কখনো নীরবতা কখনো উত্তাল প্রতিবাদের ঢেউ
এই শহরের শিক্ষিত হৃদয়গুলো কি তখনও নিশ্চুপ থাকে
নাকি জ্বলে ওঠে তাদের চোখের ভেতর নাগরিক বজ্র
কেউ কেও... ...বাকিটুকু পড়ুন
নজরুল পরিবারের প্রশ্ন: উগ্রবাদী হাদির কবর নজরুলের পাশে কেন?

প্রায় অর্ধশতাব্দী আগে কাজী নজরুল ইসলামের দেহ সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ সেখানেই দাফন করা হল ভারতবিদ্বেষী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।