দাঁত ফুকলি
মোঃমেহেদী হাসান মেহেদী
আমার দাঁতে পুকা ধরা,
তোমার দাঁতে কী?
কি সুন্দর চক চক চক
ছোট্ট মামনি।
ভারী সুন্দর আমার দাঁত
সে যে বলেছে,
তই বুঝি আমার আজ
ভাল লেগেছে।
ওমা একটা সুন্দর দাঁত
কেমন পড়ে গেল
দাঁত ফুকলি এখন আমি
কোথায় মুখ দেখাব
দেখ ভইয়া আমার দাঁত
পড়ে গেছে তাই,
কী ভাবে যে লাগাব আমি,
ভাবছি এখন তাই।
দাঁত পড়েছে রাগ করেনা
দুঃখ করেনা,
ইদুর গর্তে গিয়ে ফেলো
দেরী করেনা।
তাহলে যে দাঁত হবে
খাসা ইদুরের মত,
কুট কুট কুট তুমিও যে
দাঁতে কেটে দিও।
সেই পিচ্চিং
মোঃমেহেদীহাসান মেহেদী
এসেছি তাই, সব পিচ্চ মিলে,
ঘিরে বসে গেল
সব পড়া ছেড়ে।
বসে গেল কেউ বা কোলের পরে,
শুরু হয়ে গেল-
কী সন্ধান!
বুদ্ধি বিকাশের দারুন প্রাণ!
বলল কবিতা কেউ মোবইলে,
কেউ বা খেলে গেম ,
মোবইল দিয়ে।
কেউ বা নিল ঘড়ি,
কেউ টুপি খুলে।
সাব্বাস পিচ্চরা, ওহ কী দারুন!
আগ্রহে সবগুলো মহাসমীরণ।
বলে কথা সব
সব মজা করে,
উঠে সেই পিচ্চং
ঘাড় বেয়ে বেয়ে।
ধরে চুল জোরে সে
যদি পড়ে যায়,
নাম তার তাসনীম
তুলনা যে নাই।
গোসল করে
মোঃমেহেদীহাসান মেহেদী
মাথা চুবিয়ে নাও,
গোসল করে সাফ হয়ে ,
তুমিও রেডী হও।
তাড়াতাড়ি করঃ
হুম বুদ বুদ
উঠালাম আমি মাথা,
বালতির ভিতর সোজা হয়ে
ডুব দিলাম আবা।
আসব রেডী হয়ে
পানি শুয়ে শুয়ে,
আমি গোসল করে।
বোল বোল বোল
কান করেছি ঢোল,
শুনব আমি পরে
পরে নিই আগে।
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন