নবীর মানুষ
৩০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নবীর মানুষ
মোঃমেহেদীহাসান মেহেদী
ছোট্টরা সব, সবে মিলে ,
তোমরা জান কী?
আমি তোমাদের নবীর মানুষ
মেহেদী এসেছি।
বলেছিল যে নবী,
হযরত মুহম্মদ(সা)আলামীন।
ইমাম মেহেদী এলে পরে সব,
দূর হবে মলিন।
দাজ্জাল হাদীস পড়ে তোমরা
সাথ ছেড়ে যেওনাক,
রুহুল আমীন তাই বলেছিল
ঈমান শক্ত না।
পিচ্চি এস
মোঃমেহেদীহাসান মেহেদী
এস পিচ্চি এস সবে
ইসলাম পথে চল,
দেশপ্রেম পরে হবে
ইসলাম পূর্ব বল।
ধর্মের তরে যুদ্ধরত
তোমরা এগিয়ে যাও,
সময় হলে জিতবে সবে
বদর মনে হও।
সেই সে দুভাই ছোট্ট করে
তবুও যুদ্ধে গিয়ে,
মেরেছিল এক মুর্খের পিতা
আল্লাহ হুআকবার বলে।
জিতবে আবার আমার ইসলাম ,
আল্লাহ শক্তি নিয়ে।
জানিয়ে গেলাম- আজ আমি তাই,
মুসলিম জনে জনে।
আসবে যে সে কিয়াম আলামত
আখেরী নবীর পরে,
আসবে সে যে সত্যি করে
মুসলিম শান্তি হয়ে।
দেখে রেখ ভাই কষ্ট পথে,
মোটেও সবে দিওনাক।
যদিওবা আমি কষ্ট পথে,
ইসলাম ভীত গড়ি।
তবুও কষ্ট, দুঃখ পথের ,
সাহসী পথিক সে,
কষ্ট পাবে মোদের মতই
আল্লাহ পথে চলে।
পিচ্চিরা সব এসেছি আমি-
মুক্তির দূত হয়ে,
গত রমজানে বলিছে সকলে
ফিরিশতা সব মিলে।
এসেছিল সেই জিব্রাইল(আ)
আমার ঘরের পরে,
যে দিয়েছিল এই কুরআন
নবীর মুখ পানে।
তাইতো এসো আমার হাতে
হাতে হাত রেখে বল,
বিজয় করব সবকিছু যে
মুসলিম দল কর।
ঈমানে থোকো অটুট সকল
ক্লান্ত হয়ে নাকো,
আল্লাহর নবীর রেখো সম্মান
মোর পথে সব এসো।
উদ্দেশ্য আহবান।উৎসর্গ নবী করিম(সা) কে।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৪
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫১
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
হাসানুর, ০২ রা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি...
...বাকিটুকু পড়ুন আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১০:৪২
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন