মোঃমেহেদীহাসান মেহেদী
কুরবাণীর অশ্রুগাঁথা, বলব তবে আজ-
সুদিন গুনে এসেছিল কোন সকাল কাজ।
সেই সে পিতা, যে কেঁদেছিল সন্তান কেঁদে কেঁদে!
সেই সন্তানে রেখে এসেছিল মরুর পথ পানে।
চলে ইব্রাহীম সাথে সাথে চলে জীবন সবুজ ঘাস,
চলে যে সকল সৃষ্টির কুল নবী চলে- সেই তাজ।
অবশেষে সেই বিরান মক্কা সেই সেস্থানে,
রেখে এল সে প্রাণের পুত্র মরুভূমি ঘুম ভেঙে!
পানির জন্য বুকের বাচ্চা কান্না আর চিৎকার,
মা সারা তব সায়ী পথে শুধু বৃথায় খোঁজে তার।
এমন সময়একটি লোক দেখা গেল কিছু দুরে,
পাথর বালু দিয়ে কী যেন করছে দাঁড়িয়ে।
অদ্ভূত তার সাজ সজ্জা কোন ক্লান্তি নেই!
হাত বুলাতেই বেরোচ্ছে পানি সেই সে পথেই।
আল্লাহ কুদরত দেখাল সে পরিষ্কার করে,
উপহার তবে, এই যে এ ধারা তোমাদের পরে।
আমি জিবরাইল পরিষ্কার করে দেখিয়ে দিয়ে যায়,
তোমার ছেলে হবে যে নবী কোন সন্দেহ নাই।
আসলাম আমি আল্লাহ হুকুমে সুমিষ্ট পানি নিয়ে,
দেখিয়ে দিই পরিষ্কার করে আল্লাহ হুকুম বলে ।
এই যে নবীর হুকুম মানার পুরস্কার দিলাম,
ভেঙে পড়নাক আল্লাহ আছে সকল বিশ্বাসীগণ।
গেলাম আমি তোমরা থেকো আল্লাহ আবার ডাকে,
দুর হবে যত দুঃখের দিন বিদায় আজকে তবে।
আবারও এল পরীক্ষারাত ইবরাহীম স্বপ্নে,
পুত্ররে তার কুরবাণী দিতে হবে যে ওয়াস্তে।
আল্লাহ হুকুম নির্দিষ্ট দিন, হাতে ছুরি তুলে নিয়ে,
ইসমাইল তায় শুয়ে গেছে শুধু আল্লাহ হুকুম বলে।
ছুরি তবুও কাটেনা যে হায় আল্লাহ হুকুম দেয়,
আর বুঝি তায় দুম্বা নিয়ে জিবরাইল হাজির হয়।
কেটে গেল যে দুম্বা তায়, ইসমাইল বেঁচে গিয়ে,
শুকুর জানাই হাত তুলে তুলে পিতা পুত্র মিলে।
বলল আল্লাহ উত্তীর্ণ তুমি ইব্রাহীম খলীল,
তইতো রেওয়াজ চালু হল যে কুরবাণী অমলিন।
শতাব্দী হাজার বহু বছর ধরে কুরবাণী আজও চলে,
লাখ লাখ প্রাণী জবেহ করে মুসলিম কুল মিলে।
তবুও কেন বোঝেনা যে তারা? কুরবাণীর অর্থ মিলে,
কেন কাটিছে অবলা জীব, জীবজন্তু মিলে।
যুদ্ধে না যায় কোন মুসলিম, সকল যুদ্ধ হেরে,
দিয়েছে তারা রাসূল ইজ্জত যুদ্ধ বিনা মেনে ।
কেন যে তারা বোঝেনা যে আজ মর্মার্থ তাই,
নিজ রক্ত ঝরিয়ে দেব কুরবাণী জবাই।
তইতো বল মুসলিম দল রাব্বুল আলামীন,
প্রাণীরক্ত যেমন ঝরিয়েছি, যেমন দিয়েছি তাই,
ধর্মের তরে রক্ত ঝরাতেও, মোদের আপত্তি নাই।
হুংকার তুলে চলুক সবাই আমার হাত ধরে,
জিবরাইল তাই দেখায় ছবি জমজম চালু করে।
হজ্জের কাবা এমনি দেখিনা ইব্রাহীম পুত্র মিলে,
নির্মেছিল হাজারে আসওয়াদ পাথরে উড়ে উড়ে।
গাঁথুনি দিয়ে তুলেছিল যে আল্লাহ ঘর তাই,
সাহায্য করি শত ফেরেশতা শত শত দিন তায়।
ফেরেশতা সব এখনও আছে কোটী কোটী জন মিলে,
ঘরের উপর আসমান ঘর লওহে মাহফুজ বলে।
বহু রক্তের পবিত্র সে ঘর ইসলাম শান্তি তলে
যায় আজও বহু মুসলিম হজ্জ করে সোরে।
উৎসর্গ ইব্রাহীম(আ) কে