"ওরে নির্বোধ, ওটা অন্য পৃথিবী। আর তোর বড্ড দেরি হয়ে গেছে। "
এসেছিল মন সকাল যেভাবে আসে
চলেও তো গেছে যেভাবে বিকেল যায়
খেলা চিরকাল দূরত্ব ভালোবাসে
রোদ রেখে যায় পাশের বারান্দায়
সময় হারায়...
ছোট নৌকার মত মুঠো খুলে দেখো
আক্ষেপ কিছু নেই কিছু নেই
রাত হবে বলে সন্ধ্যেও সম্মত
দেখা হয়ে যাবে অন্য বসন্তেই।
শুনেছি কখনো লেখা হয়েছিল কিছু
চিঠিতো আসেনি হৃদয়ের ঠিকানায়
মেঘ বলে দেয় আকাশ কত নিচু
চাইলেই তবু কি হাতে নেয়া যায়
শুধু বাতিঘর - নৌকার কথা জানে
ঘুম পাড়ানোর গল্প শোনায় সেই
নীরবতা ছোটে কথাদের সন্ধানে
দেখা হয়ে যাবে অন্য বসন্তেই।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৬