দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত,
এমন একটা নাছোড়বান্দা ছেলে।
সুখের দিনে নাই বা পেলে পাশে,
খবর দিও হঠাৎ কান্না পেলে।
তোমার খবর ভুল ঠিকানায় চিঠি,
তোমার খবর গেরোস্থালির গান,
কেমন আছো? আগেও যেমন ছিলে?
বৃষ্টি ভেজা এক জীবনের স্নান।
এক জীবনের বৃষ্টি দিয়ে তুমি,
সারাজীবন ভিজিয়ে দিয়ে গেলে।
মেঘলা দিনে নাই বা পেলে পাশে,
খবর দিও হঠাৎ কান্না পেলে।
হাতের পাতায় ভুলের বসত বাটী,
দূরের তারায় আকাশ ধোয়া জল,
মিথ্যে সুখে তোমার পরিপাটি
বেঁচে থাকার এই টুকু সম্বল।
হয়তো আমি ধূসর কোনো আলো,
অনাদরে ভাসিয়ে দিয়ে গেলে।
মেঘলা দিনে নাই বা পেলে পাশে,
খবর দিও হঠাৎ কান্না পেলে।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৮