গত কয়দিন শুধু দেখতেছিলাম ঠিক সময় করে উঠতে পারতেছিলাম না সৌদিদের হারামীপনার পক্ষের পোস্টগুলির জবাব দিতে।
আপনার যদি মনে হয় সৌদিদের এই বিচার ঠিক হয়েছে তাহলে আসেন এইখানে দেখেন সত্যি ই এই বিচার ঠিক হইছে কিনা।
সৌদিতে যারা আছেন আপনারা নিজেদের চাকরী নিয়ে চিন্তিত অথবা নিজেদের ভবিষ্যত নিয়ে চিন্তিত যে গেলো গেলো আমাদের সব গেলো অথবা সৌদীদের সাথে সাথে বলছেন ওয়াল্লাহে সাহ্ ,বাংগালী হারামী আকবার এবং সেই সাথে বাংলা ব্লগে এসে সৌদীদের জন্য প্রচারনা চালাচ্ছেন।আপনাদের সদয় অবগতীর জন্য জানাচ্ছি এমন চামচামী এর আগে ইয়ামেনীরা করেছে মিশরীয়রা করেছে সুদানীরা করেছে পাকিস্তানীরা করেছে নেক ক্ষেত্রে আপনাদের চাইতে আরো বেশী ই করেছে কিন্তু আরবরা সকলকেই প্রয়োজন শেষ হওয়া মাত্র উস্ঠা দিয়ে বের করে দিয়েছে এবং সেই উস্ঠা আপনিও খাবেন সেটা শুধু সময়ের ব্যাপার মাত্র।
তার চাইতে ঘুরে দাড়ান শক্ত ভাবে জবাব দিন এই ঘটনার নিন্দা জানান।
কারন
সৌদিতে কোনো বিদেশী-ই আরব কফিল বা মালিক/কোম্পানী ছাড়া যায় না।
যেই আট বাংলাদেশী ডাকাতী করতে গিয়েছিলো তাদের সৌদী কফিলকেও তাদের সাথে জবাই করা দরকার কারন সে তাদের স্পনসর করে সৌদীতে নিয়ে গিয়েছে এবং সে কেনো তার এমপ্লয়ীদের দেখে রাখে নাই এবং তার এমপ্লয়ীরা এইরকম চুরি ডাকাতির সাথে জড়িত সে কেনো অথারিটিকে আগে বলে নাই বা সে কেনো সেই আট জনকে ধরে খুরুজ নেহায়া লাগিয়ে দেশে পাঠায় দেয় নাই।
একটা লোক কহন চুরি করতে যায় তাও সৌদির মত দেশে যেখানে জানা কথা ধরা খাইলে হাত কেটে দিবে নিশ্চয়ই তাদের কফিল তাদের ঠিক মত বেতন দিতো না খাবার দিতো না।
সৌদী আইন যদি সবার জন্য সমান হইত তাহলে তাদের সৌদি কফিলকেও ধরা দরকার ছিলো কিন্তু আপনিও জানেন আমিও জানি সেটা তারা জীবনেও ধরবে না।
সুতরাং সৌদী আইন সবার জন্য সমান না।
হ্যা সেখানে কিছু কিছু আরব কাজী সত্যি ন্যায় বিচারক এবং ইনসাফ করার চেষ্টা করেন কিন্তু আরব ইখওয়ানের কাছে মুসলিম ইখওয়ান বারবারই পরাজিত হয়ে যায়।
এইবার আসেন মাগী নিয়ে ধরা খাওয়া বাংলাদেশীর ভিডিও যারা দেখাচ্ছেন এবং যারা বলছেন আরব রাস্তা ঘাট বাংলাদেশীরা পরিস্কার করার বদলে নানা ধরনের নোংরামী করছেন যথা ক্রমে মদ বিক্রি করছে হেরোইন বিক্রি করছে জুয়ার আসর বসাচ্ছে সুদি ধান্দা করছে আকামা নকল করছে।
আপনি কি জানেন যে এই প্রতিটা কাজের পেছনে এক বা একাধিক সৌদি জড়িত। উপরে যেমন বলেছি যারা এইসব কাজের সাথে জড়িত তাদের কফিল কি বলতে চান যে জানে না তার উম্মাল কি করছে। আরবদের আমি শ্রদ্ধা করি তাদের মধ্যে অনেক ভালো লোক আছে আমি নিজে পেয়েছি কিন্তু নিষ্ঠুর আর হারামীপনায় তাদের ওভার টেক করে এমন জাতি দুনিয়াতে এখনও পয়দা হয় নাই আর একদম শুরুতে যেমনটা বলেছিলাম যে আরবদের প্রয়োজন শেষ হলে চোখ বন্ধ করে একটা উষ্ঠা দিয়ে বের করে দেয়। ওই ভিডিওগুলি আরব আন্ডারওয়ার্ল্ডের উষ্ঠা দেয়া।
সৌদীরা সেই সব আকাম কুকামের সাথে জড়িত আছে বলেই সৌদীতে এই ধরনের কাজ বন্ধ হচ্ছে না নতুবা দেখেন যেভাবে তারা বিদেশীদের ধরে এবং শাস্তি দিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছে সেই বিদেশী কিন্তু আর ওই পথে যাচ্ছে না কিন্তু যেই আরব সেই ধান্দা করে মাল কামিয়েছে সে ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে এবং সেই আরব তখন অন্য লোক রিক্রুট করে নতুন উদ্যমে ব্যাবসা শুরু করে।
আপনাদের দেখানো ওই ভিডিওগুলি যখন চার পাচ বছর আগে প্রথম বাজারে আসে তখন ইউটিউবেও তাদের প্রশ্ন করেছিলাম যে এই লোকগুলির কফিল কোথায় তার বক্তব্য কেনো দেখানো হচ্ছে না।
উত্তরে একজন বলেছিলো কফিলের ধারনা নাই তার উম্মাল এমন করতে পারে।
আমার কথা হলো বেতন দিয়ে একটা কাজের লোক পালার যার সাধ্য নাই সে কেনো কিভাবে ভিসা দিয়ে অন্য দেশ থেকে লোক নিয়ে যায় এবং নিয়ে গিয়ে যা খুশি তাই করার অনুমতি দেয়।
সুতরাং তালি এক হাতে বাজে না
মাস কয়েক আগে রোজার ঈদের পরের উইক এন্ডে নামাজ পড়তে যেয়ে এক সৌদীর সাথে দেখা এই কথা সেই কথায় আমিও সৌদি ছিলাম বলার পর সে খুব আফসোস করে বললো আগের বাংগালীরা খুব ভালো ছিলো আর ইদানিং এর বাংগালীরা নানা রকমের অপরাধের সাথে জড়িত।
আমি তারে বললাম এর কারন তিনটা
প্রথমত ভালো ভালো বাংলাদেশীদের তোমরাই একসময় ন্যাশনালাইজেশন/সৌদিয়ানাইজেশনের নামে বের করে দিয়েছে তারা যায়গা নিয়েছে কানাডা আমেরিকা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে।
২য়ত তোমাদের ভিসা বানিজ্য তোমাদের আরব ভাইয়েরাই বাংলাদেশীদের কাছে চরা দামে কফিল হিসেবে ভিসা বিক্রি করে সেই বিক্রি করা ভিসায় বাংলাদেশ থেকে একটা লোক এসে নিজে নিজে ভাষা জানে না পথ ঘাট চেনে না নিয়ম কানুন জানে না সারভাইভ করে আর এই সারভাইব করতে যেয়ে তারা জড়িয়ে পরে নানা রকমের অপরাধে।
৩য়ত বাংলাদেশী ক্লীনারদের বেতন তোমরা দাও তিন শ থেকে পাচ শ রিয়াল এই টাকা দিয়ে রিয়াদ জেদ্দা দাম্মাম এর মত এক্সপেনসিভ শহরে থেকে সে নিজে খাবে কি আর দেশে পাঠাবে কি সো অনেকটা বাধ্য হয়েই তারা সৌদী সরকারের প্রথম আইন ভাংগে মানে এক সাথে দুই তিনটা কাজ শুরু করে আর একটা আইন ভেংগেই যেহেতু দেখে কিছু হয় নি তখন সে অন্য আইন ভাংতে উতসাহী হয়।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:০৬