আমি শপথ করছি,
যাহা বলিব মিথ্যা বলিব,
মিথ্যা বৈ সত্য বলিবোনা!
সত্যের সাথে মিথ্যাকে মিশাবোই,
মিথ্যার আশ্রয়ে থেকে সত্যকে নাশিব।
যত অপরাধী, অসাদাচারী, মিথ্যাচারী আর পাপীরা রয়েছে,
সকলের সাথী হয়ে সৎ, সাদাচারী আর ভালো মানুষেদের ধ্বংস করিব।
অসৎ পথে উপার্জনে বিশ্ব রেকর্ড করিব,
ব্যাংক লুট করিব,
হাইজ্যাক করিব, হ্যাক ও করিব।
দেশের সম্পদ ফিলিপাইন না হয় সুইস ব্যাংকে রাখবো।
অন্য দেশের ডাস্টবিনের আবর্জনা আমার দেশে আনিব,
আমার দেশের ভালো জিনিস বিদেশে; বিশেষত ইন্ডিয়াতে পাচার করিব।
সাগর-রুনি, তনু, সাভার ট্র্যাজেডি আর সহস্র নাম না জানা অসহায়ের খুনিদের খুঁজেই পাবোনা,
খুনিরা কোন সূত্রই রেখে যায়নি, তাই, পাইনি? কিন্তু ৪৫ বছর পূর্বের খুনিদের ঠিকই খুঁজে পাইব,
বিচারে বিলম্ব করিবোনা!!
রায় দ্রুত পড়ে শুনাইবো! ফাঁসিতে চড়াইবো! ব্যাপক বিনোদন পাইবো!
সারা দেশে অশান্তির বিষ বাষ্প ছড়াইব, আগুন জালাইবো! মানুষ খুন করিবো!
নির্ভেজাল সিদ্ধান্ত নিব, যত দোষ নন্দঘোষ! আমরা এতে জড়াইনি? বরাবরের মতো
নিরপরাধই রইবো!!
সাধারণের স্বাধীনতায় আমাদের বিষাক্ত থাবা মারিব, রক্তাক্ত অসহায়ের আর্তি শুনে
অট্টহাসি হাসিব!! নাচিবো!! কুঁদিব!! গাইবো!! মদমত্ত হয়ে আবোল তাবোল বকিব!!
কেউ কিছু বলিলে? প্রতিবাদ করিলে? সকলে শিয়াল,
হায়েনাদের মতো তারস্বরে শোরগোল তুলিব!!
আসল ঘটনা, যা ঘটে চলেছে, ঘটেছে আর শীঘ্রই ঘটতে যাচ্ছে,
তা থেকে সাধারণের দৃষ্টি অন্যদিকে সরাইতে অহরহ তা করতেই থাকবো!!
আর, আমরা ৮৫% সাধারণ, ম্যাক্সিম সামান্য একটু জল-খাবার পেলেই
চুপটি মেরে, ঘাড় গুঁজে কাঠের মাচায় অথবা মাটির আঙ্গিনায় অবহেলায়
মৃতবৎ পড়েই থাকবো!??
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ সকাল ১০:৩৭