নতুন করে কিছু বলতে চাচ্ছিনা। বাংলাদেশে রোহিঙ্গা সমস্যার ভয়াবহতা সারা বিশ্বের জানা।এই সমস্যা সমাধানে সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। থেমে নেই সাধারণ জনগণও। এই রোহিঙ্গাদের খাবার এবং বাসস্থানের জন্য অনেকেই এগিয়ে এসেছেন। তবে উপেক্ষিত রয়েছে তাদের প্রাথমিক চিকিৎসার বিষয়টি। এই বিষয় এতোটাই গুরুত্ব যে এর সমাধান বা মোকাবেলা করতে না পারলে পরবর্তীতে এই মানুষ গুলোর জটিল রোগে আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে।তাই আমরা ক্ষুদ্র পরিসড়ে এই সমস্যা সমাধানে, কয়েক জন্য সমমনা সাংবাদিক, সমাজকর্মী, শিল্পী ও সহিত্যিক উদ্যোগ নিয়েছি।এই উদ্যোগে আমরা আপনাকেও পাশে চাই।
মুক্তিযুদ্ধের সময়ে আমাদের অনেকেরই জন্ম হয়নি।ইতিহাস এবং বড়দের কাছ থেকে জেনেছি সে সময় আমরা দলবেধে শরনার্থী হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলাম।একই ভাবে মায়ানমারের মগদের দ্বারা হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ আর নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন।তাই সবাই মিলে একসাথে নিজের দেশের আশ্রিত রোহিঙ্গা মানুষের জন্য আসুন একত্রিত হয়ে তাদের সাহায্য করি। ব্যক্তি, গ্রুপ, সংগঠন সবাই মিলে একত্রে কাজ করি। একসাথে কাজ করতে চাইলে অথবা নিজ প্রতিষ্ঠান, অফিস, বাসা, এলাকা থেকে অর্থ বা ওষুধ সংগ্রহ করে দিতে চাইলে ইনবক্সে মেসেজ দিন।
আর্থিক সাহায্য করতে যোগাযোগ করুন ০১৮৭১০৩৬১১৬/ ০১৫১৫২০৪৩৫৩/০১৬৮০৫৯৫৯০৫ যেকোন ধরনের তথ্য লাগলে বা কিছু জানতে চাইলেও কল দিতে পারেন।
ফ্রেন্ডদের ইনভাইট করে দ্রুত ত্রাণ সংগ্রহে সাহায্য করে পাশে থাকুন। আমাদের প্রয়াস চলতেই থাকবে।
আমরা অর্থ এবং ওষুধ সংগ্রহ করব এবং নির্দিষ্ট একটা এমাউন্ট হলেই রোহিঙ্গাদের কাছে পৌছে দিব। নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব যত বেশি সম্ভব ওষুধ দেওয়া যায়।আপনারা যতবেশি সাপোর্ট দিবেন, ততবেশি মানুষের পাশে দাঁড়ানো যাবে।
ত্রাণসামগ্রীঃ ১) নগদ অর্থ ২) পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট ৩) খাবার স্যালাইন ৪) নাপা / প্যারাসিটামল ৫) সাবান ৬) পোকামাকড় দূরীকরণ ঔষুধ ৭) এছাড়া যে কোন ওষুধ গ্রহণ করা হবে উপরের যেকোন পণ্য সংগ্রহ করে পাঠাতে পারেন।
এফবি লিংক
https://www.facebook.com/hasan.arif.56211
পোস্ট লিংক
https://www.facebook.com/hasan.arif.56211/posts/2044634172422545?pnref=story
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১০