অনেক দিন ব্লগে কিছু লেখা হয়না..................
লিখব লিখব করেও হয়ে উঠেনা।
আজকের গল্প ক্লে দিয়ে মেয়ের বানানো বিভিন্ন জিনসপত্র। জাফরিন মালিহা ক’দিন বাদে বাদে বায়না ধরে ওকে ক্লে এনে দেওয়ার জন্য। আমি বলি, তুমিতো শুধু শুধু ক্লেগুলো নষ্ট করো, কিছু বানাও না।
সে বলল, বাবা এবার থেকে নষ্ট করবনা, কিছু বানাবো। যেই বলা সেই কাজ। গতকাল রাতেও পড়া শেষ করে ক্লের জন্য বাদয়না ধরল। এনে দিলাম। রাতের খাবারের জন্য টেবিলে আসতে ডাকছি সে কেবল বলে যাচ্ছে, এর একটু, আর একটু পরে আসব।
শেষ মেষ আমি গিয়ে দেখি সে ক্লে দিয়ে সুন্দর একটি মাথার হেয়ার ব্যান্ড বানিয়েছে এবং সেটা পড়ে ড্রেসিং টেবিলের এর আয়নায় নিজেকে কেমন দেখাচ্ছে সেটাই ট্রায়াল দিচ্ছে।
আমি দেখে বললাম, ওয়াও । দারুন হয়েছেতো।
সে খুশি হয়ে তার মাকেও দেখালো। তার মাও দারুন খুশি মেয়ের এমন ক্রিয়েটিভিটি দেখে। তার পর ছবি তোলা ও খাবার খাওয়া। তাকে বললাম কিভাবে তুমি এগুলো শিখলে।
মাঝে মাঝে ইউটিউবে দেখায়তো আবার নিজে থেকেও কিছু আইডিয়া নেই।
যাক স্মৃতি হয়ে থাক তার মধুর শৌশব।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০৫