গত পর্বে ছিল কন্যার সাতার শিখার গল্প ছিল। এ পর্বে থাকছে সাতার শিখে ফেলার গল্প।
প্রতি শুক্র ও শনিবার বাসার কাছে জলাশয়ে মেয়ে সাতার শিখাতে নিয়ে যাই। চেষ্টা আর আগ্রহে সে লাইফ জ্যাকেট নিয়ে সাতার শিখে ফেলেছে গত সপ্তাহেই। এ সপ্তাহে সে আমাকে ছাড়াই সাতার কেটে পুকুরের মাঝে চলে যেতে পেরেছে এবং সফলভাবে ফিরে এসেছে।
এবার সেই মূহুর্তের কিছু ছবি ক্যামেরাবন্দি করেছি। যা স্মৃতি হয়ে থাকবে । কন্যা বড় হলে দেখে অবাক হয়ে, হবে স্মৃতিকাতর। শীত চলে এসেছে, পুকুরের পানি খুবই ঠান্ডা তাই সিদ্ধান্ত নিয়েছে আবার সাতার কাটা শুরু হবে শীতের পরে। কন্যা ইতিমধ্যে ঘোষনা দিয়েছে সাতার শিখা হয়ে গেছে বড় সাইকেল কিনে দিতে হবে, সে এবার সাইকেল চালানো শিখবে।
আমি বলে দিয়েছে আগে সাতার কমপ্লিট হবে তার পর সাইকেল পাবে।
--------------