সেদিন সন্ধ্যার আগে বাহিরে যাব, মেয়েও বায়না ধরল সেও যাবে। তাকে বললাম চুল বেধে আসো। সে ঝটপট সুন্দর পরিপাটি করে চুল বেধে আসল। আমি বললাম, এত সুন্দর করে চুল বাঁধতে কে শেখালো।
সে হেসে বলল, আমি নিজের আইডিয়া থেকে করেছি। একদিন খালামনি অন্যভাবে করে দিয়েছিল সেটার মত করেছি।
বললাম, সুন্দর হয়েছে তো। এখন থেকে মাকে আর বিরক্ত করনা, তুমি নিজেই নিজের চুল বেঁধে স্টাইল করিও।
সে হেসে মাথা দোলাল, তারপর আমরা বাহিরে গেলাম, হাটলাম, কিছু কিনলাম তারপর ফিরে এলাম।
এ যুগে বাচ্চাদের খাওয়ানো সবচেয়ে কঠিন কাজ। এমন কোন বাচ্চা নেই যে মোবাইল দেখেনা। মোবাইল ছাড়া ভাত খায় না। আমার মেয়ে ও শুধু খাওয়ার সময় মোবাইল চায় এবং মোবাইলে কার্টুন দেখে খাবার খায়(যেটা ঠিক নয়) অন্য সময় খুব কমই মোবাইল হাতে পায়। কাল রাতে শোয়ার আগে বলল, আব্বুও মোবাইল দেয় না, আম্মুও মোবাইল দেয় না। দরকার নেই, আমি নিজেই মোবাইল বানিয়ে ফেলবো।
যেই কথা সেই কাজ, আমার মোবাইলের কাভার নিয়ে কাগজের ওপর রেখে কাঁচি দিয়ে কেটে মোবাইলের আকার বানিয়ে তাতে আবার বিভিন্ন ফিচার একে দিয়েছে। তার পর কোনটা খেলার এ্যাপস, কোনটা কার্টুন আমাকে দেখিয়ে বোঝাচ্ছে। রাতে এটা নিয়ে খেলতে লেখতে ঘুমিয়ে গেল।
মেয়ের এমন বুদ্ধি দেখে ভালো লাগলো। আল্লাহ যেন তাকে নেক হায়াৎ দান করেন। সবাই ভাল থাকবেন, দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২৪ সকাল ৯:৩০