অনেক দিন ব্লগার আলভী রহমান শোভন ভাই ব্লগে নিয়মিত নন। এ বছরে একটি মাত্র কবিতা পোস্ট করেছেন। অনিয়মিত থাকার কারণ হচ্ছে সম্ভবত সেরা রাঁধুনী ১৪২৯-এ অংশগ্রহণ।
আমার স্ত্রী রান্না বিষয়ক অনুষ্ঠান বা ভিডিও প্রায় সময় দেখে থাকে। আমিও মাঝে মাঝে সে কি দেখে এত মনোযোগ দিয়ে সেটা দেখার জন্য তার মোবাইলে চোখ বোলাই। দেখতে পাই সেরা রাঁধুনী ১৪২৯ এর প্রতিটি এপিসোট সে ভালভাবে দেখছে।
তো সেখানেই আলভী রহমান শোভন নামটা মনে খটকা লাগলো। উনি কি ব্লগের সেই আলভী রহমান শোভন ?
অনুসন্ধান করে জানতে ও বুঝতে পারলাম উনি ব্লগার আলভী রহমান শোভন। তারপর আমিও আলভী ভাই এর রেসিপিগুলোতে চোখ রাখলাম। দারুন। ওনার রান্নার হাত ও দক্ষতা প্রশংসনীয়।
এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড রাঁধুনী। ‘রান্নার জগতে হয়ে উঠুন উজ্জ্বল তারকা’-এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে এবারের আসর। পুরস্কার হিসেবে থাকছে প্রথম পুরস্কার ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ টাকা। বিচারক হিসেবে আছেন- শেফ শুভব্রত মৈত্র, রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রিতা ও চিত্র নায়িকা পূর্ণিমা।
প্রতিযোগিতার টপ টেনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে টপ পাঁচে স্থান পেয়েছেন আলভী রহমান শোভন। কিন্তু টপ ফাইভ থেকে একমাত্র পুরুষ প্রতিযোগি আলভী রহমান শোভন ভাই এর বিদায়টা বেশ কষ্টের।
অভিনন্দন আলভী রহমান শোভন। হয়তো আগমীতে আপনাকে সেরা রাঁধুনী হিসেবে আমরা দেখতে পাবো অন্য প্রতিযোগিতায়।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২৩ সকাল ১০:৪৮