১।
আপনি সে যুগের রবীন্দ্রনাথ, নজরুল, শরৎ সাহিত্য এ যুগের ঘটনা বা ভাবনায় পড়তে চান কিংবা মার্কো পোলো, এরিস্টটল, প্লেটো, সক্রেটিস এর এই যুগের ভ্রমণ বা দর্শন চিন্তা জানতে চান তাহলে ব্লগে চোখ রাখুন। সামহোয়্যারইন ব্লগ আপনার মনের হাজারো প্রশ্নের কৌতূহল মিটাবে।
২।
আমাদের সমাজে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত কে কি ভাবছে আপনি কি তা জানতে চান ? আর আপনার সমসাময়িক ভাবনা তাদের জানাতে চান ? তাহলে ব্লগ ই আপনার ঠিকানা । সামহোয়্যারইন ব্লগে আজই নাম লেখান আর লিখে ফেলুন আপনার ভাবনাগুলো।
৩।
অনেকে হয়তো ব্লগ সম্পর্কে দূর থেকে কিছু শুনেছে তাই নেতিবাচক ধারণা নিয়ে দূরে সরে আছে। ব্লগিং করুন, ব্লগাররা আপনার সম্পর্কে জানবে আপনি ব্লগ সম্পর্কে জানবেন। এখনই ভুল ভেঙ্গে দিন। আর নয় অন্ধকারে পড়ে থাকা। ব্লগ সম্পর্কে জানুন, লিখুন, পড়ুন। নিজে আলোকিত হোন সমাজকে আলোকিত করুন।
৪।
আপনি বিভিন্ন অনলাইন প্লাটফর্মে বিচরণ করে ক্লান্ত কারণ কোথাও গল্প খুঁজতে হয়, কোথাও কবিতা, কোথাও উপন্যাস, কোথাও নাটিকা বা স্মৃতিকথা, কোথাও ভ্রমণ বৃত্তান্ত, ইতিহাস, কিংবা সম্প্রতি ঘটনা খুঁজতে হয়। যদি এক ক্লিকে সবকিছু একই জায়গায় পেতে চান তাহলে ব্লগ আপনার জন্য আদর্শ জাগয়া।
৫।
আপনি এ যুগের মানুষ কিন্তু ব্লগিং করেননা তাহলে আপনি স্মার্ট ও আধুনিক নন। স্মার্ট মানুষ ব্লগ সম্পর্কে স্বচ্ছ, সুন্দর ধারনা রাখে এবং ব্লগিং করে।
৬।
আপনার চিন্তা ভাবনা ব্লগে লিখুন ও শেয়ার করুন। ব্লগ থেকে আপনার ভাবনা জনমনে ছড়িয়ে যাবে। হয়তো আপনার আজকের সঠিক ভাবনা আগামীতে সমাজকে আলোরিত ও আলোকিত করবে।
৭।
আর নয় ডায়রী লিখা আর নয় খাতা-কলমে লিখা । ব্লগে লিখুন আপনার ডিজিটাল দিনলিপি। মুছে যাওয়ার রিস্ক নেই, হারিয়ে যাওয়ার ভয় নেই।
৮।
বাংলা ব্লগিং কথা বলে দেশ, সমাজ ও মানুষের। আপনার মতামত জানিয়ে দিন ব্লগে পৌছে যাক হাজার মানুষের কাছে। ব্লগে আপনার মত করে ভাবছে শত শত ব্লগার ? আর দেরি নয়, ব্লগে আসুন আমরা অপেক্ষা করছি আপনার জন্য।