ছবি তোলা হয় মাঝে মাঝে। অল্প অল্প ছবি জমেই অনেক ছবি হয়েছে। এখন কোনটা রেখে কোনটা দেব ভাবতে ভাবতে বেলা যায়। ছবি তোলার চেয়ে ছবি নির্বাচন করা মনে হয় কঠিন কাজ।
মন চাইলেই ছবি তুলে ফেলা যায় কিন্তু মন চাইলেই ছবি বাতিল করা যায়না। এমনই কিছু ছবি ও তার গল্প নিয়ে এবারের আয়োজন।
১। নীলাকাশ আর সাদা মেঘের খেলা
বাসার বারান্দায় দাড়িয়ে ছিলাম। আকাশে তখন সাদা মেঘের লুকোচুরি খেলা। ছবি উঠালাম কিন্তু বারান্দার গ্রিলের জন্য ছবি সুন্দর হলোনা। এবার গ্রিল দিয়ে হাত ঢুকিয়ে মোবাইলটা হাতে নিয়ে হাত বাড়িয়ে ছবিটা উঠালাম। আমার অন্যতম পছন্দের একটি ছবি ক্যামেরাবন্দি হলো। নীলাকাশ আর সাদা মেঘের খেলা সময়ের স্বাক্ষী হয়ে থাকবে আজীবন।
২। রাতের রানী
মুন্সীগঞ্জ, গজারিয়া বেড়াতি গিয়ে রাতের বেলা বাড়ির বাহিরে বের হয়ে অন্ধকারে রাতের রানীর মত ফুটা থাকা সাদা জবার ফুলটির ছবি না তুলে থাকতে পারিনি। চারদিকে অন্ধকার এর মধ্যে এক টুকরো সাদার ঝিলিক তাই এর নাম দিয়েছি রাতের রানী।
৩। স্বপ্নের মুখোমুখি
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই কক্সবাজারকে এক নজর দেখা হাজার হাজার মানুষের স্বপ্ন। তাই আপনজন যখন স্বপ্নের মুখোমুখি দাড়িয়ে তখন সেই স্মৃতির সময়বন্দি করতেই ক্যামেরার ক্লিক।
৪। মন্দির ও পূজারী
জিয়া জাদুঘর/মিনি বাংলাদেশ-এ ঘুরতে গিয়ে মন্দিরের রেপ্লিকা দেখে মনে হলো পূজারীর কথা। শুণ্য মন্দির যেন পূজারীর জন্য অপেক্ষা করছে। পূজারীর দেখা না পেলেও প্রতিদিন দশনার্থীদের দেখা পায় এটাই শান্তনা।
৫। ওয়াচ টাওয়ার
চট্টগ্রামের এই ওয়াচ টাওয়ারে উঠলে আশেপাশের স্থাপনা, প্রকৃতি, দালান-কোঠা, পাহাড়, নদী, জনবসতি সবই চোখে পড়ে। তখন এত উচুতে থাকা নীজেকে খুবই ক্ষুদ্র মনে হয়। প্রচন্ড বাতাস আর নীচে চলমান পৃথিবী অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয়।
৬। প্রতিবিম্ব
স্মৃতিসৌধ এর রেপ্লিকা জলে তার প্রতিবিম্ব দেখছে অপার হয়ে। নিজেই নিজের প্রেমে পরে যাবার মতো অব্স্থা। আমিও এই প্রতিবিম্বর প্রেমে পড়ে গেলাম।
৭। বন্ধন
দিন ও রাতের মধ্যে অনেক পার্থক্য। দিনে যে গাছের পাতারে সৌন্দর্য কোন আবেদন সৃষ্টি করতে পারেনি, রাতে সেই গাছের পাতাই অন্য এক আবেদন তৈরী করেছে। প্রতিটি পাতা মজবুত বন্ধনে আবদ্ধ। যা আমাদের মানব জীবনে ও সমাজে খুব প্রয়োজন।
৮। নির্জনতা
পাহাড়ী পথে চলতে চলতে হঠাৎ লক্ষ্য করলাম জাগায়টা নির্জন। কেই আসছেনা অনেকক্ষণ ধরে । যাপিত জীবনে এই নির্জনতা কখনো কখনো ভীষণ ভালোলাগে। নিজেকে তখন মনে হয় একমাত্র মানব।
৯। মডেল
চট্টগ্রাম, জাম্বুরী পার্কে মেয়েকে নিয়ে হাটছিলাম। একটা ছবি উঠানোর জন্য অনেকক্ষণ চেষ্টা করছি। কিন্তু মডেল আমার বড়ই চঞ্চল। অবশেষে দারুন পোজ দিয়েছে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২১ রাত ৯:২২