প্রথমে সালাম রইল সাথে বিজয়ের মাসে বিজয়ের রক্তিম শুভেচ্ছা। আপনার সবাই জানেন যে ১৯/১২/২০১৮ইং তারিখ আমাদের এই প্রিয় ব্লগের ব্লগ ডে উৎযাপিত হবে। সংগত কারণেই আমরা যারা দূরে আছি তাদের ঢাকা যাওয়া সম্ভব নয়। তাই চট্টগ্রামে যারা আছেন আমরা চাই সবাই একত্রিত হয়ে ব্লগ ডে উপলক্ষ্যে গেট টুগেদার করি। পরিচিত হবো একে অপরের সাথে। সুখ-দুঃখের কথা হবে। কথা হবে স্বপ্ন নিয়ে, প্রিয় সামু ব্লগ নিয়ে।
শুধু ভার্চুয়াল জগতেই আমরা থেমে থাকবো না। বাস্তব জীবনেও অনুপ্রেরণা যোগাবে সামু। খোঁজ খবর নিব আমরা একে অন্যের আর আমরা বাধা পড়বো এক স্বপ্নজালে মায়ার বন্ধন সাম্যের।
তাই চট্টগ্রামে যারা আছেন মতামত দিন। আগামী ২১/১২/২০১৮ বা ২২/১২/২০১৮ বা ২৫/১২/২০১৮ইং তারিখের যে কোন একদিন আরমরা একত্রিত হতে চাই।
স্থান (সম্ভাব্য)- ডিসি হিল/ জাম্বুরি মাঠ।
সময়- আলোচনা সাপেক্ষে।
সবার মতামতের ভিত্তিতে তারিখ, স্থান, সময় নির্ধারিত হবে। তাই সকলে এখানে মতামত দিন ।
প্রয়োজনে এই মেইলে যোগাযোগ করুন-msarker2000001@gmail.com এবং মোবাইল নম্বর পাঠিয়ে দিন।
সবাইকে ব্লগ ডে-২০১৮ এর অগ্রিম শুভেচ্ছা।[/sb
আপডেট-
স্থান-সি.আর.বি (শিরীষ তলা)
২১/১২/১৮ ইং সকাল-১০.৩০ ঘটিকায়।
অংশগ্রহণের জন্য আমন্ত্রণ।
ঢাকায় যারা যোগদান করতে ইচ্ছুক তাদের জন্য-ব্লগ ডে এবং গেট টুগেদার ২০১৮
ছবি-নিজের মোবাইলে তোলা।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৬