ভালোবাসার মিথ্যে অভিনয় দৃশ্যপটে ,
ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করতে
আমি সবসময় অপারগ ছিলাম ,
তুমি কি দেখনি , তোমার শিয়রে রাখা
আমার হাতে লিখা কবিতার ডায়েরি,
যেখানে মৃত্যু তোমায় কখনোই ছুতে পারবে না।
আকাশের বিশালতার সুযোগ নিয়ে
এক আকাশ বৃষ্টি নামানোর কোনো ক্ষমতা
আমার কখনোই ছিল না ,
তুমি কি দেখনি, তোমার শিয়রে রাখা
আমার হাতে লিখা কত উপন্যাস ,
যেখানে প্রতিটি চরিত্রের সিংহাসনে তুমি বসে আছো।
আজ আমার হাতে গোলাপের তোড়া, টকটকে লাল রঙা শাড়ি,
ঠায় দাঁড়িয়ে আমি তোমার সামনে
তুমি কি বোঝনি, নিরবে বলতে গিয়েছিলাম,
ভালোবাসি অনেক ভালোবাসি
কি লাভ হলো আমায় রক্তাক্ত করে ,
চোখ ঝাপসা হয়ে গেল।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৯