প্রেমের ব্যাকরণটা সত্যিই খুব অদ্ভুত।
‘আমারে যে দেখিবারে পায় অসীম ক্ষমায়
ভালো মন্দ মিলায়ে সকলি...’
প্রেম মানেই তো হচ্ছে সবকিছু মিলিয়ে গ্রহণ করা।
রাজনীতিও আসলে প্রেমের মতোই।
চুরি, দুর্নীতি মাস্তানি সবকিছুকেই গুন হিসেবে বিবেচনা করেই তবে দলের প্রতি, নেতার প্রতি আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
যেমন প্রেমিক বা প্রেমিকা কেউ কারও ত্রুটি নিয়ে কথা বললেই হয়ে ওঠে ‘তুমি আসলে আমাকে আর ভালোবাসো না’।
‘নেতা’কে কেবল ভালোবাসতেই হবে-তার ‘ভালো মন্দ মিলায়ে সকলি’।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭