
প্রায় ৫ বছর আগে শুনেছিলাম । তার পর অনেক খুঁজেছি তন্ন তন্ন করে , পাইনি । প্লিজ গানটি থাকলে লিঙ্ক বা আমার মেইলে পাঠালে খুব কৃতজ্ঞ হবো।
গানটি কফি হাউজের রিপিট ....শিরোনাম " স্বপ্নের মতো ছিলো দিনগুলো"
" স্বপ্নের মতো ছিলো দিনগুলো
আজ আর নেই ...................
..........................................
নিখিলেশ লিখেছে প্যারিসের বদলে
পুজোটা এখানে কাটাবে,
কি এক জরুরী কাজে ঢাকার অফিস থেকে
মঈদুলকেও নাকি পাঠাবে ।
একটা ফোনে জানি রাজী হবে সুজাতা
আসবে না ফিরে অমল আর রমা রায় ,
আমাদের ফাকিঁ দিয়ে কবেই তো চলে গেছে
ওদের কখোনো কি ভোলা যায় ....?
স্বপ্নের মতো ছিলো দিন গুলো আজ আর নেই .......... "
প্লিজ গানটি থাকলে আমাকে দিবেন


