
কতজনই তো যাবে হেঁটে
কতজনই তো মাড়াবে এ পথের ধূলো ,
কতজনই আসবে এ পথে
কতজনই যাবে রেখে স্মৃতির চিহ্নগুলো।
শুধু সে আর ফিরবে না চিরচেনা এ পথে
হাতিশুঁড়ের বাঁকের কাছে ;
শ্রাবণ থেকে চাঁদ ভেজা
শুক্লা দশমীর কোন ফাগুন রাতে।
উঠবে না হেসে আর এই রূপালী সন্ধ্যায়
কোন এক মায়াবীনীর মুখ মনে করে
শিশির সিক্ত এক হলুদপাখি ,
উঠবে না ভরে পূর্ণিমা জোয়ারে
সাগর ছুঁয়ে আসা দু'কূল ছাপানো
চিত্রা -পম্পা -মেঘনা -ইছামতি।
বুঝবে না কখনো আর
কৃষ্ণচূড়ার বন হতে আনমনে
ছুঁয়ে যাওয়া কোন এক দখিন হাওয়া,
এ পথ শুধু নিঃশেষ করে সব
নিয়ে যেতে জানে আপন মমতায়
হয় না কিছু ফিরে পাওয়া।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫২