এভাবেই কেটে যাবে আরও কয়েকটি বর্ষা এবং শরৎ।
এভাবেই কেটে যাবে গ্রীস্ম এবং হেমন্ত এবং আরও বহু দিন, মাস ও বছর।
রোজ ভোরে ঘুম ভেঙ্গে উঠে এভাবেই প্রথম মনে পড়ে যাবে একটি প্রিয় নাম,
একটি চিরচেনা প্রিয় মুখ ও একটি আরাধ্য প্রতিশ্রুতি।
কারনে অকারনে এভাবেই বহু বহু দিন মনে পড়ে যাবে শত শত কথকথা,
আনন্দ বেদনা মান অভিমান ও হাসি তামাশায় কাটানো প্রহর।
এভাবেই কাটবে বেলা সারাদিন আলাপনে,
মনে মনে কিংবা সেলফোনে, অথবা মেসেঞ্জারের টুং টাং সূরে
কথা হবে প্রতিদিন গোচরে অগোচরে শ্রবণে এবং অশ্রুত অশ্রবণে।
মন পড়ে রইবে মনে প্রতি ক্ষনে ক্ষনে।
এভাবেই কেটে যাবে বেলা, কালের পর কাল কিংবা আরও কয়েক যুগ।
আর তারপর একদিন হঠাৎ -
এভাবেই কি চলে যেতে হবে চুপচাপ এ পৃথিবী ছেড়ে?
এভাবেই কি সব হবে অবসান?
এভাবেই কি সব হবে নিঃশেষ?
এভাবেই কি কেটে যাবে আরও আরও কয়েক শীত, গ্রীস্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ও বসন্ত?
তোমাকে আরও একটিবার না দেখতে পাবার দুঃখ নিয়েই পাখি?
হয়ত আমার যাবার সময়টাতে জানবে না তুমি,
হয়ত তখন ঘুমিয়েই আছো -
দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে হঠাৎ-
আর ঘুম আসলোই না-
ঘড়িতে তখন রাত্রী দুটো বেজে দশ
হয়ত ভাবলে কি করছি আমি এখন?
নিশ্চয় ঘুমিয়ে-
শুধু জানলে না আমার এ ঘুম আর ভাঙ্গবেনা কোনোদিন।
কোনোদিন ডাকবেনা কেউ আর সেই প্রিয় নামে,
তোমাকে লেখা শত শত চিঠি,
কবিতা ও গান, শত শত কথকথা,
রইবে পড়ে নীরবে ও নিভৃতে
তোমার হৃদয়ের দেরাজের কোনে।
তোমাকে আরও একটিবার না দেখতে পাবার দুঃখ নিয়েই
চলে যাবো আমি পাখি....
ঐ দূর আকাশের পথে, না ফেরার দেশে,,,,,,,
উৎসর্গ- মোঃ মাইদুল সরকার এবং সাড়ে চুয়াত্তরভাই যুগলকে...
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১০:০৮