তোমার কাছে যাবো-
তাই-
আমার শাড়ির আলমারী খুলে
খুঁজতে বসি সবচেয়ে সুন্দর শাড়িটা।
লাল নীল কমলা সবুজ সাজানো শাড়ির ভাঁজ হতে
টেনে বের করি রুপোলী তারার ঘন নীল জমিন শাড়ি।
চুড়ির আলনায় বাছতে বসি,
ময়ুর কঙ্কন আর ঝুমকোলতা চুড়ি,
নাকছাবী আর সাতনরী হারের লহর মেলি,
কপালে পরখ করি নবরতন সিঁথিপাটি।
রুপোর শঙ্খকাঁটা খোঁপায় তুলি।
খুব চুপিসারে গয়নার বাক্সের
লুকানো কুঠুরের ডালা খুলে
বের করে আনি একটি হিরক অঙ্গুরীও।
এত বছরের পুরোনো তবুও .....
তবুও কমেনি তার এতটুকু জৌলুস।
একটি অঙ্গুরীও একটি জীবনের গল্প,
একটি ভালোবাসার ইতিহাস
চুপচাপ বক্ষে ধরে চেয়ে থাকে নির্বাক।
হলুদ চন্দন আর রুপটানে
নিজেকে সাধি,
আমার হৃদয়ে নাচে একশো ময়ুর,
পাখা মেলে উড়ে যায় শত বলাকারা
কোনো এক অজানা অচেনা প্রান্তরে।
তোমার কাছে যাবো তাই
প্রস্তুতির শেষ নেই আমার।
আমার দিন কাটে না রাত হয় নির্ঘুম।
স্বপ্নে বিভোর থাকি দিনমান।
কোনো কাজেই মন নেই আমার।
খাওয়া পরায় রুচি হারিয়েছে।
সবাই ভাবছে আমার অসুখ করেছে
কঠিন কোনো অসুখ।
কেউ জানেনা এ এক দূরারোগ্য ব্যাধি,
এই পৃথিবীর কোনো চিকিৎসকই
সারাতে পারবে না এ অসুখ ।
কোনো ঔষধ বা পথ্যেই কাজ হবে না আমার।
আমার একটাই অসুখ, একটাই পথ্য
আমি তোমার কাছে যাবো।
কবিতা - তোমার কাছে যাবো
উৎসর্গ- ঢুকিচেপা ভাই ... ( বেশ কিছুদিন তাকে দেখছি না। তাই এই কবিতা রেকর্ডিং তাকে ডেকে আনার জন্য)
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১২:০১