বিভিন্ন কারনে কীবোর্ডের নির্দিষ্ট একটি বা একাধীক কী নষ্ট হতে পারে। কিন্তু সেই কী’র যদি বিকল্প কী না থাকে এবং তাহলে কীবোর্ড পরিবর্তন ছাড়া কোন গতি থাকে না। এমতবস্থায় কীবোর্ডের অন্য কোন কী যদি উক্ত নষ্ট হওয়া কী হিসাবে ব্যবহার করা যায় তাহলে কেমন হয়! শার্পকী সফটওয়্যার দ্বারা আপনি চাইলে অন্য যেকোন কীর ম্যাপ পরিবর্তন করে বিকল্প কী হিসাবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ কীবোর্ডের কীটি রিম্যাপিং করে উইন্ডোজে সেট করতে হবে। এছাড়াও নির্দিষ্ট কোন কী ইচ্ছামত পরিবর্তন বা নিস্ক্রিয় করে রাখতে পারবেন। মাত্র ২২ (আনজিপ করার পরে ৮৫) কিলোবাইটের উম্মুক্ত, বহনযোগ্য এবং ফ্রি এই সফটওয়্যারটি http://www.randyrants.com থেকে ডাউনলোড করে নিন। সফটওয়্যারটির প্রোগ্রামিং সংকেত পাবেন http://www.codeplex.com/sharpkeys এই সাইট থেকে। ধরি আপনার কীবোর্ডের ব্যাকস্পেস বাটনটি নষ্ট হয়ে গেছে। আপনি চাচ্ছেন ডানের কন্ট্রোল কীটিকে ব্যাকস্পেস হিসাবে ব্যবহার করবেন। এজন্য সফটওয়্যারটি চালু করে Add বাটনে ক্লিক করুন। এবার বাম দিকের Map this key (From key) প্যানেল ডানের কন্ট্রোল কীটি নির্বাচন করুন। এবার ডান দিকের To this key (To key) প্যানেল থেকে ব্যাকস্পেস কী নির্বাচন করুন। কী নির্বাচনের সহজ উপায় হচ্ছে প্যানেলের নিচের Type Key বাটনে ক্লিক করে উক্ত কী চাপলে উক্ত কীর নাম চলে আসবে এবার Ok করলেই হবে। কোন কী নিস্ক্রিয় করতে চাইলে ডানের সবচেয়ে উপরে –Turn Key Off নির্বাচন করতে হবে। এবার Ok বাটনে ক্লিক করলে SharpKeys এর তালিকায় যুক্ত হবে। এভাবে আপনি আরো কী যুক্ত করতে পারেন। এখান থেকে পূর্বের সেট করা পরিবর্তন বা মুছে ফেলতে পারেন। সবশেষে রেজিস্ট্রিতে পরিবর্তন সেট করতে Write to Registry বাটনে ক্লিক করে তাহলে একটি ম্যাসেজ আসবে। এবার কম্পিউটার নতুন করে লগইন বা রিস্টার্ট করুন। ব্যাস এবার দেখুন ডানের কন্ট্রোল কী দ্বারা ব্যাকস্পেসের কাজ করুন। এভাবে আপনি আপনার ইচ্ছামত কীবোর্ড নতুন রূপে সাজিয়েও নিতে পারেন।
কৃজ্ঞতায়: দক্ষিণের-মাহবুব