আস্ সলামু আলাইকুম
কেমন আছেন? আমাদের মনটা তেমন ভাল না.. একটা ব্যাপার আমাদের সবারই জানা আছে তার পরও আমি বলছি...
একটি নাম ববি । আদরের আমাদের ববি ছোট বেলা থেকে বেড়ে উঠছে একগেয়েমী আর এক রেখামি মেজাজি সত্যকে ধরে রখতে। স্কুলে ৮ ক্লাসে পড়ে। লেখা পড়ায় মন্দ না, রোজ স্কুলে যায় রোজকার পড়া শেষ করেই ঘুমাবে যতক্ষন তার স্কুলের হোম ওর্য়াক শেষ হয়।
রাত আনুমানিক ১:৪৫মি. আমাকে ববির মা আমাকে একটা ফোন দেয়...
-হ্যালো..
-জি . ঘুমাইছেন?
-জি .. বলেন...
-ববি তো এখনো বাসায় ই..ই..ই... [ ফোন কেটে যায়]
তার পর আমি আবার কল ব্যাক করি...
-হ্যালো..
-জি বলেন .. কি হইছে ববির?
-আরে ববি যে গত কাল স্কুলে গেছে ও তো এখনও বাসায় আসে নাই
-বলেন কি...? কখন গেছে ? কার সাথে গেছে?
-একাই গেছে । সব সমই তো একাই যায়। আমি মাঝে মধ্যে যাই আপনার ভাই যায়।
-কাউকে জানাইছেন? কাউকে সন্ধহ করেন?
-আমরা কিছুই জানিনা...
-আচ্ছা ভাইয়ে কই?
-বাসায় শুয়ে আছে, কি করব কিছুই বুঝতেছি না।
-থানায় জানাইছেন?
-না , আপনার ভাই ভাই তা ভয় পায়, আবার লোকজন জানলে তা মানইজ্জত এর ব্যাপার। আমাদের সব আত্বীয় স্বজনদের বাসায় খবর নেওয়া শেষ, কেউ তা জানে না । কোন আত্বীয়ের বাসায় যায় নাই। কই গেল?
-আচ্ছা শান্ত হন দেখি কি করা যায়। [ ফোনের লাইন কেটে দেই]
অনেক চিন্তা ভাবনা করলাম কি করবো। বেশ কয়বার ববি এর খালা,মামা সহ সবার সাথে কথ বল্লাম । আমি কোন সিদ্ধান্ত দিতে পারি নাই।
সারা রাত কেটে গল হতাশায় ....
আমি এখন কি করবো?
আমাদের এই সমাজে এই রোগে যারা ভোগছেন তারাই তা ভাল জানেন। কি করার আছে আমাদের এই সমাজে ?
একজন স্কুল পড়ুয়া মেয়ের বয়সই বা কত হবে? এই মেয়েটির মানসিক অবস্থা একটূ আমাদের কারো সন্তান হিসাবে চিন্তা করলে গায়ে কাটা দিয়ে উঠে। এই সমাজের বিভেকবানদের কাছে প্রশ্ন কিছুই কি করার নাই ববিদের? আর কতকাল ওরা এভাবে জিম্মি থাকবে। দেশে কত কিছুই না হচ্ছে কিন্তু এখনো নারী সাধীন হতে পারে নাই। সবাই বলে এইদেশ নাকি স্বধীন দেশ... এর নাম স্বধীনতা? আমরা কোন সমাজে বাস করছি?
[চলবে]