তবু বেঁচে থাকার ভালবাসা জেগে থাকে দক্ষ অবহেলায়,
অনুভবে অপ্রাপ্তি আটকে থাকে অশুদ্ধ কলমের ঠোঁটে,
অসমাপ্ত জীবনবৃত্তান্তে সভ্যতার ধ্বংস লিখা থাকে নিশ্চয়তায়,
বিব্রত মস্তিষ্ক আদর তুলে দেয় আকাঙ্খার ললাটে ৷
জন্মান্তরের জনপ্রিয়তা অনধিকারের সার্বভৌমত্ব নষ্ট করে,
পাঁজরের কূটনৈতিক ব্যভিচারে সত্বা হারায় নিজেকে,
সোডিয়ামের উজ্জ্বলতায় চোখ খোলা থাকে এপারে,
মানচিত্রের ভাগ-দখলে বিনা যুদ্ধে জয়লাভ করে কে?
কে এই শহরের বাতাসে অনুর কম্পনে হৃদস্পন্দনের সমানাধিকার প্রয়োগ করে?
কার প্রতিপাদিত গোলযোগ হিসেবের শুদ্ধ প্রয়োগ নিশ্চিত করে?
আকাশের সাল গননা কার অনুরোধে সেকেন্ডের কাঁটায় নেমে আসে ?
চিনকি তাকে যে অমাবস্যার কোলে বসে অন্ধকার গিলতে ভালবাসে?
তোমার দূষিত রক্তে তার অবদানের সাক্ষী নিকোটিন এখনো বেঁচে আছে,
বেঁচে আছে সবুজ ঘাসের উপর কৃত্রিমতার শেষাংশ,
তার হিমক্ষরা চোখে আক্ষেপের অনুনয় বিনয়ে বেঁচে আছে,
ক্ষরণের অভুক্ত সংকেতে পাথুরে ভবিষ্যত ডেকে আনে ধ্বংস ৷
এখানে অস্তির হাহাকারে প্রকাশ পায়না গল্পের রহস্য,
রহস্যের আগ্রহে ভাটা পড়ে বাকপ্রতিবন্ধির ভাষণে ৷
যেখানে দূরান্তের শেষ হয় সেথায় আটকে আছে এপিটাফের ভাষ্য,
খুঁজে নিও হারানো অস্তিত্বকে সেই ভাষ্য গুনে গুনে ৷
মৃত্যু যদি আপন হবে তবে ভুলতে বসোনা অক্সিজেন নষ্টের গল্প,
অবদানের রাজতন্ত্রে একমুটো মাটি হয়তো অল্প,
তবুও এঁকে রাখা অদেখা আকাশের দর্শনে প্রতিফলনকে মনে রেখো ৷
আমার উপস্থিতিকে অনুভবে অপারগ তোমার ইন্দ্রিয়দের নিয়ে ভাল থেকো ৷
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫০