এমন ৃশ্য কেবল স্বপ্নেই দেখা যায়।
ছবিঃ Masum-al-hasan (https://commons.wikimedia.org/wiki/Filehaka_Chittagong_Highway.jpg)
সেদিন ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে এসি বাসে ৬৫ কিমি দূরত্ব অতিক্রম করলাম ৬ ঘন্টায়। অর্থাৎ প্রতি ঘন্টায় গড়ে প্রায় ১১ কিমি। মাইল হিসেবে ধরলে প্রতি ঘন্টায় ৬.৭৩ মাইল। বাসে বসে ভাবছিলাম হাইওয়েতে অন্যান্য দেশে গড় স্পীড কত? একটি উন্নত দেশে কয়েক বছর ছিলাম। সেখানে যে দূরত্ব গাড়ী হাঁকিয়ে লোকজন প্রতিদিন কর্মস্থলে যায়, সে দূরত্বে থেকে আমি প্রতি সপ্তাহে প্রিয়জনের কাছে আসতে ভয় পাই।
ঢাকা-চট্টগ্রামের দূরত্ব ২৫৬ কিমি বা ১৬০ মাইল। ধরে নিচ্ছি আপনি সাড়ে ৫ ঘন্টায় তা অতিক্রম করছেন। সেক্ষেত্রে আপনার গতিবেগ ঘন্টায় ২৯ মাইল।
জার্মানীতে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৮০= ২ ঘন্টায়
ফ্রান্সে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৮০= ২ ঘন্টায়
ইতালীতে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৮০= ২ ঘন্টায়
যুক্তরাজ্যে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৭০ = ২ ঘন্টা ১৫ মিনিটে
পর্তুগালে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৭৫ = ২ ঘন্টা ২০ মিনিটে
ভিয়েতনামে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৭৫ = ২ ঘন্টা ২০ মিনিটে
পাকিস্তানে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৭৫ = ২ ঘন্টা ২০ মিনিটে
রাশিয়াতে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৬৮= ২ ঘন্টা ৩০ মিনিটে
মেক্সিকোতে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৬৮= ২ ঘন্টা ৩০ মিনিটে
মালয়েশিয়াতে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৬৮= ২ ঘন্টা ৩০ মিনিটে
োৌদি আরবে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/ ৬২ = ২ ঘন্টা ৩৫ মিনিট থেকে
শ্রীলঙ্কায় এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/ (৫০ থেকে ৬৮) = ২ ঘন্টা ৩০ মিনিট থেকে ৩ ঘন্টা ১০ মিনিট
কানাডায় এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/ (৫০ থেকে ৬৮) = ২ ঘন্টা ৩০ মিনিট থেকে ৩ ঘন্টা ১০ মিনিট
চীনে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/(৫০ থেকে ৬২) = ২ ঘন্টা ৩৫ মিনিট থেকে ৩ ঘন্টা ১৫ মিনিট
যুক্তরাষ্ট্রে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৫৫= ৩ ঘন্টার কম সময়ে
ভারতে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৫৫= ৩ ঘন্টার কম সময়ে
বাংলাদেশে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/২৯= ৫ ঘন্টা ৩০ মিনিটে
এবং সত্যিই আপনি বাংলাদেশে এই দূরত্ব অতিক্রম করবেন ৭ থেকে ১২ ঘন্টায়
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৫