নিউ কোরিয়ান সিনেমার সেরা সিনেমাগুলোর সাথে পরিচিত হবার আগে একটা ভ্রান্তি দূর করা দরকার। অনেকেই নিউ কোরিয়ান সিনেমার সাথে কোরিয়ান নিউ ওয়েভ-কে গুলিয়ে ফেলেন। কোরিয়ান নিউ ওয়েভ শুরু হয়েছিলো ১৯৮০-র দশকে এবং শেষ হয় ১৯৯০ দশকের শুরুর দিকে। নেতৃত্বে ছিলেন পার্ক কোয়াং সু এবং জাং সান উ-র মতো পরিচালকরা। এই মুভমেন্ট এর গুরুত্বপূর্ন সিনেমার মধ্যে আছে চিলসু এন্ড মান্সু, আ সিংগল স্পার্ক, দ্য লাভার্স অব উমাক-বায়েমি, টু ইউ ফ্রম মি ইত্যাদি। আর নিউ কোরিয়ান সিনেমার শুরু কাং জে গিউ-র শিরি (১৯৯৯) দিয়ে। এবার আসুন পরিচিত হই নিউ কোরিয়ান সিনেমার সেরা ছবিগুলোর সাথে।
ওল্ড বয় (পার্ক চান-উক, ২০০৩)
লেডি ভেনজ্যান্স (পার্ক চান-উক, ২০০৫)
মেমোরিজ অব মার্ডার (বং জুন-হো, ২০০৩)
স্প্রিং, সামার, ফল, উইন্টার .........এন্ড স্প্রিং (কিম কি-দুক, ২০০৩)
থ্রি-আইরন (কিম কি-দুক, ২০০৪)
সাবটাইটল ছাড়াঃ
দ্য হোস্ট (বং জুন-হো, ২০০৬)
জয়েন্ট সিকিউরিটি এরিয়া (পার্ক চান-উক, ২০০০)
সেইভ দ্য গ্রীন প্ল্যানেট (জাং জুন-হুয়ান, ২০০৩)
ট্রেইলারঃ
আ টেইল অব টু সিস্টারস (কিম জি-উন, ২০০৩)
সিমপ্যাথি ফর মিস্টার ভেনজ্যান্স (পার্ক চান-উক, ২০০২)
আই স দ্য ডেভিল (কিম জি-উন, ২০১০)
পোয়েট্রি (লি চ্যাং-দং, ২০১০)
নোবডি’স ডটার হেউন (হং সাং-সু, ২০১৩)
দ্য হাউসমেইড (ইম সাং-সু, ২০১০)
দ্য ব্রাদারহুড অব ওয়ার (কাং জে-কিউ, ২০০৪)
দ্য চেজার (না হং-জিন, ২০০৮)
নোহোয়্যার টু হাইড (লি মিউং-সে, ১৯৯৯)
ফাইলান (সং হে-সাং, ২০০১)
মাই স্যাসি গার্ল (কোয়াক জে-উং, ২০০১)
দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য উইয়ার্ড (কিম জি-উন, ২০০৮)
আ বিটারসুইট লাইফ (কিম জি-উন, ২০০৫)
ইন এনাদার কান্ট্রি (হং সাং-সু, ২০১২)
দ্য ওম্যান অন দ্য বীচ (হং সাং-সু, ২০০৬)
অন দ্য ওকেশান অব রিমেম্বারিং দ্য টার্নিং গেইট (হং সাং-সু, ২০১৩)
থার্স্ট (পার্ক চান-উক, ২০০৮)
পেপারমিন্ট ক্যান্ডি (লি চ্যাং-দং, ১৯৯৯)
মাদার (বং জুন-হো, ২০১০)
বার্কিং ডগস নেভার বাইট (বং জুন-হো, ২০০০)
বিডেভিল্ড (চুল-সু জাং ২০১০)
যোগাযোগ/মতামতঃ https://www.facebook.com/mokammel.karim
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১২:৪২