শেখ হাসিনার ১৫ বছরের শাসনকে ভয়াবহ দুঃশাসনে পরিণত করতে যাঁরা তাঁর ঘনিষ্ঠ সহচর ছিলেন তাঁদের কয়েকজনের তালিকা:
প্রশাসনের সর্বোচ্চ দলীয়করণ - এইচ টি ইমাম
বিচার ব্যবস্থাকে ধ্বংস করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কারিগর - এ বি এম খায়রুল হক
সামরিক বাহিনীকে দলীয় ক্যাডারে রূপান্তরিত করেছিলেন যে দুই জেনারেল - জেনারেল (অবঃ) তারিক আহমদ সিদ্দিক/ জেনারেল (অবঃ) আজিজ আহমদ
বিরোধী মত দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেন (এনটিএমসি প্রধান) - মেজর জেনারেল জিয়াউল আহসান
বিতর্কিত/ প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠানের কুশীলব - কাজী রকিব উদ্দিন আহমদ/ কে এম নুরুল হুদা/ কাজী হাবিবুল আউয়াল
আইজিপি (পুলিস) - বিচার বহির্ভুত হত্যা, গুম, খুন, বিরোধীদল নিপীড়ন-এর নায়কবৃন্দ - এ কে এম শহিদুল হক/ বেনজির আহমদ/ মনিরুল ইসলাম
পুঁজিবাজার, শিল্প ও বিনিয়োগ - লুন্ঠনকারীদের 'দরবেশ' - সালমান এফ রহমান
বিদ্যুৎখাত লুন্ঠনের আয়োজক - মুখ্যসচিব আবুল কালাম আজাদ/ আহমদ কায়কাউস
এদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা সময়ের দাবি। পাশাপশি, এদের পরিবারের সদস্যদেরও অর্থসম্পদের খোঁজ নিয়ে জ্ঞাত আয় বহির্ভুত যা পাওয়া যায় তা অবিলম্বে ক্রোক করা উচিত।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২৪ ভোর ৬:৫৮