শেখ হাসিনার অফিসে একবার জাফর নামের এক লোক গিয়েছিলেন পাজামা, পাঞ্জাবি আর মুজিবকোট পরে, কিন্তু পায়ে জুতো ছিল না।
হাসিনা অবাক হয়ে জানতে চাইলেন কেন তিনি এভাবে খালি পায়ে এসেছেন?
জাফর জবাব দিলেন: "যে মাটিতে বঙ্গবন্ধুর রক্ত মিশে আছে সে মাটির উপরে কী করে জুতা পায়ে হাঁটি?"
লোকটির ধারণা ছিল না শেখ হাসিনা কতটা বদের বদ, বা বাটপারেরও বাটপার। এর আগে হাসিনা জাফরকে বহুবার জুতোপায়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ঘোরাফেরা করতে দেখেছেন। তাই, তিনি মুচকি হেসে জিজ্ঞেস করলেন, "মাটির উপর জুতা পরেন না ভালো কথা; তো, আপনি মলত্যাগ করেন কিসের উপর?"
তাঁবেদার জাফর এমন কঠিন প্রশ্ন আশা করেননি; তাই উত্তরের জন্য প্রস্তুতও ছিলেন না। সে অবস্থায় কেবল ভ্যাবাচ্যাকা খেয়ে হাসিনার দিকে বেকুবের মতো তাকিয়ে রইলেন।
[অনুগল্প/এম এল গনি]
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ৭:৪৪