সেদিন একজন তার প্রত্যাখ্যাত (রিফিউজ্ড) স্টাডি পারমিট আবেদন নিয়ে আমার সাথে যোগাযোগ করলেন।
তাঁকে বললাম, 'আমাকে আগের আবেদনের কাগজপত্র দিন। তা ভালোভাবে দেখে নতুন আবেদন দাখিল করতে হবে। কারণ, আগের আবেদনের তথ্যের সাথে যথাসম্ভব মিল রেখে নতুন আবেদন দাখিল করতে হবে।'
তিনি বললেন, 'পুরোনো ডকুমেন্ট তাঁর কাছে নেই। কারণ, এজেন্ট কাগজগুলো দেননি।'
বললাম, 'আগের কাগজগুলো লাগবে, নইলে নতুন আবেদনের তথ্যের সাথে conflict বা সংঘর্ষ হতে পারে। এজেন্ট নয়, সরাসরি কনসালটেন্টের সাথে কথা বলে দেখুন, আশা করি কপি পাবেন।'
উনি বললেন, 'কন্সাল্টেন্টকে আমি কখনো দেখিনি, তাঁর সাথে কথাও হয়নি কোনোদিন। এজেন্টই সব করে দিয়েছে।'
দেখুন এবার অবস্থা! - -
কানাডিয়ান ইমিগ্রেশন কন্সাল্টেন্সির নিয়মানুযায়ী কনসালটেন্ট সরাসরি আবেদনকারীর সাথে কাজ করার কথা। এজেন্টের কাজ কনসালটেন্টের সাথে ক্লাইয়েন্টকে পরিচয় করিয়ে দেয়া, এর বেশি কিছু না।
এমন ক্ষেত্রে, কানাডার ইমিগ্রেশন অফিস (IRCC) এর সাথে যোগাযোগ করে পুরোনো নথি আনতে হয়, যা সময়সাপেক্ষ। নতুন আবেদন দাখিলের আগে এ কাজটি না করলে নতুন-পুরোনো তথ্যের সংঘর্ষ লেগে আপনি ৫ বছরের ব্যান খেয়ে যেতে পারেন।
ML Gani, RCIC-IRB
Email: info@mlgimmigration.com
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৭