সম্প্রতি ভারত চন্দ্রযান-৩ সফলভাবে লঞ্চ করেছে। তাও আবার চাঁদের দক্ষিন মেরুতে। ...
ভারতের মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান শ্রীধরা সোমনাথ একজন এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রকৌশলী। আর, বাংলাদেশের মহাকাশ গবেষনা সংস্থা, স্পারসো'র প্রধান সামাদ সাহেব একজন বিসিএস এডমিন ক্যাডার।
তাই বলি, বুয়েট পাশ পোলাপান এডমিন ক্যাডার না হয়ে বিজ্ঞানী হতে যাবে কেন?
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫৪