[আমারব্লডটকম থেকে কপি করা]
বাঙ্গালী জাতির কাছে আসা নবীর নাম কি ?
লিখেছেনঃ মরু দস্যু (তারিখঃ শনিবার, ২৪/০৮/২০১৩ - ০১:৩৩)
আল্লাহ কোরানে বলেছে সে নাকি সকল জাতির কাছে নবি পাঠিয়েছিল। এভাবে মোট এক লক্ষ চব্বিশ হাজার নবি দুনিয়াতে আসছিল। তাই যদি হয় , বাঙ্গালীদের কাছে আসা নবীর নাম কি ? সে কবে ও কোথায় আসছিল?যেমন কোরানে বলছে
আর প্রত্যেক সম্প্রদায়ের একেক জন রসূল রয়েছে। যখন তাদের কাছে তাদের রসূল ন্যায়দন্ডসহ উপস্থিত হল, তখন আর তাদের উপর জুলুম হয়না। সূরা ইউনুস-১০:৪৭ আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে, তোমরা আল্লাহর এবাদত কর এবং তাগুত থেকে নিরাপদ থাক। অতঃপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়েত করেছেন এবং কিছু সংখ্যকের জন্যে বিপথগামিতা অবধারিত হয়ে গেল। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ মিথ্যারোপকারীদের কিরূপ পরিণতি হয়েছে।সূরা নাহল - ১৬: ৩৬
এমন কোন সম্প্রদায় নেই যাতে সতর্ককারী আসেনি।সূরা -ফাতির -৩৫:২৪
তার মানে আমাদের বাংলাদেশের বাঙ্গালীদের জন্যও একজন রসুল ছিল , সে এসেও ছিল এবং সময় মত পটলও তুলেছে। কিন্তু কোরানে সেই রসুলের কোন নাম পাওয়া যায় না , কবে যে বাংলাদেশে এসেছিল তাও জানা যায় না , সে এসে কিই বা আমাদেরকে শিক্ষা দিয়েছিল সেটাও আমরা জানি না। অথচ আরব দেশে আসা ডজন ডজন নবীর কথা কোরানের মধ্যে কত সুন্দর ভাবে বর্ণনা করা আছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে , বাবা নবি , তার ছেলে নবী , নাতী নবি- নবির পর নবি এবং তাদের নামও কোরানে আছে। যেমন - ইব্রাহিম নবি , তার ছেলে ইসহাক নবি , তার ছেলে ( ইব্রাহীমের নাতী) ইয়াকুব নবি। অথচ বাংলাদেশের নবির নাম নেই। এতে কি মনে হয় না যে কোরানের আল্লাহ ভয়াবহ রকম পক্ষপাতীত্ব করে ? যেহেতু কোন নবির নাম নেই , কবে সেই নবী চুপি চুপি এসে , একসময় পটল তুলে পরপারে পাড়ি জমাল আমরা কিছুই জানলাম না। এতে কি মনে হয় না যে আমাদের ওপর আল্লাহর কোন নেক নজর নাই ? সুতরাং প্রমানিত হলো - কোরানের আল্লাহ মোটেও ন্যায়পরায়ন নয়।
এ বিষয়ে ছোটখাট এক আলেমকে একবার জিজ্ঞেস করেছিলাম যে আমাদের কাছে আসা নবির নাম কি , কবে এসেছিল আর কি শিক্ষাই বা দিয়েছিল । সে বলল - আল্লাহই ভাল জানে ? আমি বললাম - আল্লাহ জানে মানে ? আল্লাহ নবি পাঠাল আমাদেরকে হেদায়েত করার জন্য , অথচ আমরা টের পেলাম না , আর এখন বলছেন আল্লাহ জানে ,ইয়ার্কি নাকি ?
তা এই ব্লগের বিজ্ঞ ইসলামী স্কলারগন , আমাদের বাংলাদেশে কোন নবি আসছিল , কবে আসছিল , সে আমাদেরকে কিই বা শিখিয়ে গেল - আপনারা কি সেসব বলতে পারেন ? না পারলে ব্লগে অত:পর ধর্ম প্রচার বন্দ করুন।