আমিতো কোনদিন চাইনি কবি হতে,
চেয়েছি সখী তোমার ভালবাসা পেতে।
তোমার মায়াবি চোখের মায়া,
সারাক্ষন শুধু আমাকে ভাবায়।
তোমার বাকা ঠোটের হাসিতে,
আমি হারিয়ে গেছি তোমাতে।
তুমি বিশ্বাস কর প্রাণসখী,
তোমাকে ভেবে কেদে ওঠে আখিঁ।
আমার অস্তিত্বে তুমি করছ বসবাস,
কেন তুমি না বুঝে করছ আমায় উপহাস?
আমিতো কোনদিন চাইনি তোমাকে,
চেয়েছি শুধু তোমার ভালবাসা পেতে।