নীল আকাশে বসেছে তারাদের মেলা,
আজ মনের সগরে ভীড়েছে এক রঙ্গীন ভেলা।
দু'কুলে শুধুই উপছে পড়ে ভালবাসার জল,
ডেউ গুলো তার মেতেছে,সুর তুলে কল কল।
আহা এমন ক্ষনে তোমার কথা খুব বেশি মনে পড়ে,
জানি না কোথায় লুকিয়ে রয়েছ,আছ আর কত দুরে।
ফুল গুলো সব ফুটে আর ঝড়ে, তোমার দেখা নাই
বলনা কোথায় কোন দুর দেশে তোমায় খুজে পাই?